Sunil Grover: সুস্থ হয়েই ছন্দ মিলিয়ে টুইট সুনীলের, দিতে বললেন হাততালি!
গত মাসেই জানা গিয়েছিল গুরুতর অসুস্থ সুনীল। হৃদযন্ত্রে পাওয়া গিয়েছিল ব্লকেজ। হয়েছিল কোভিডও। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তিও করতে হয় তাঁকে।
চেনা ছন্দে ফিরছেন কৌতুকশিল্পী সুনীল গ্রোভার। তাঁর সাম্প্রতিক টুইট দেখে অন্তত এমনটাই মনে করছেন তাঁর অনুরাগী ও বন্ধুরা। বিপদ কাটিয়ে আবারও মজার মেজাজে সুনীল। টুইটে লিখলেন ‘ঠোকো তালি’, কীসের জন্য?
গত মাসেই জানা গিয়েছিল গুরুতর অসুস্থ সুনীল। হৃদযন্ত্রে পাওয়া গিয়েছিল ব্লকেজ। হয়েছিল কোভিডও। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তিও করতে হয় তাঁকে। হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি NSTEMI-য় আক্রান্ত। এটি এমন একটি রোগ যার দরুণ ধমনীতে আংশিক অবরোধ হয়ে হৃৎপিণ্ডের পেশীতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহ কমে যায়।
আরও জানা যায়, তাঁর তিনটি হৃদযন্ত্রের তিনটি ধমনীতেই ব্লকেজ রয়েছে। প্রথম দুটি ১০০ শতাংশ ও তৃতীয়টি ৭০ থেকে ৯০ শতাংশ ব্লক রয়েছে বলে জানা যায় সূত্র মারফৎ। যদিও তাঁর হৃদপিন্ডের পেশী ক্ষতিগ্রস্ত হয়নি। প্রয়োজন হয়ে পড়ে অস্ত্রোপচারেরও। সেই অস্ত্রোপচার যদিও সফল হয়। কিছুদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পান অভিনেতা।
তারও কিছুদিন পর বৃহস্পতিবার অর্থাৎ গতকাল সুস্থ হওয়ার পর প্রথম টুইট করেন সুনীল। তিনি লেখেন, “ভাই ট্রিটমেন্ট ঠিক হো গয়া। আমার চলছে হিলিং (সুস্থ হওয়ার প্রক্রিয়া)। তোমাদের সবার আশীর্বাদে আমি আপ্লুত, এই আমার ফিলিং। ঠোকো তালি”। সুস্থ হওয়ার খবরও দিয়েছেন ছন্দ মিলিয়ে, খানিক রসিকতা করে। ভক্তরা করেছেন প্রশংসা। এত সমস্যার মধ্যে থেকেও তিনি যে রসিকতা ভোলেন না, সে কথাই বার বার বলছেন অভিনেতার ভক্তরা।
গত ২৬ বছর ধরে শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। কিন্তু নিজেকে এখনও নিউ কামার মনে করেন সুনীল। তবে কাজের ধরন অনেক বদলেছে, সেটা স্বীকার করেন। কাজের ধরন বদলেছে, বদলেছে অনেক কিছুই, তবে কাজের প্রতি কমেনি তাঁর নিষ্ঠা। সেটাই বোধহয় তাঁর জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ।
Health and prosperity ?? we love u Sunil ! ??? https://t.co/sfPqFUw4ts
— Gauahar Khan (@GAUAHAR_KHAN) February 10, 2022
আরও পড়ুন- Bengali Serial TRP: প্রথম তিনেও রইল না ‘মিঠাই’! বাংলা পেল নতুন টপারকে
আরও পড়ুন- Adrit Roy Exclusive: যারা নিজের ইচ্ছেয় বিয়ে দিচ্ছিল তারাই বিয়ে ভেঙে দিয়েছে: আদৃত রায়