কাজ চেয়ে হাজারও মেসেজ স্বর্ণেন্দুকে, কী বললেন ‘এই পথ যদি…’র পরিচালক?

অভিনেতা-অভিনেত্রী হতে চাওয়া একঝাঁক নতুন মুখের প্রতি তাঁর বার্তা, দয়া নিয়ে জেতা নয়। অভিনেতা হওয়ার একটাই উপায় লড়াই করে জেতা।

কাজ চেয়ে হাজারও মেসেজ স্বর্ণেন্দুকে,  কী বললেন 'এই পথ যদি...'র পরিচালক?
মুখ খুললেন 'এই পথ যদি ...' পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2021 | 8:55 AM

রোজ রোজ ফোনে অগুনতি মেসেজ ঢোকে তাঁর। কেউ টলিউডে কাজ করতে চান আবার কেউ বা নানা ব্যক্তিগত অজুহাত দেখিয়েও কাজ খোঁজেন প্রতিনিয়ত। এ বার এ নিয়েই মুখ খুললেন ‘এই পথ যদি …’ পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার।

সোশ্যাল মিডিয়ায় বেশ একটি বড়সড় পোস্ট করেছেন পরিচালক। তিনি লিখেছেন, “সারাদিনে আমার মেসেঞ্জার এ অগণিত রিকোয়েস্ট আসতে থাকে অভিনয়ে সুযোগ দেওয়ার জন্য…আমার আপনাদের কাছে কয়েকটা কথা বলার…আমার পক্ষে সকলকে সুযোগ দেওয়া সম্ভব না বিশ্বাস করুন,আমি চাইলেও সেটা পারবোনা…আমি একজন সামান্য পরিচালক আর একটি প্রযোজনা সংস্থার সাথে যুক্ত,আমার পক্ষে যদি সম্ভব হতো আমি সবাইকে সুযোগ দিতাম…আমার থেকে বেশি খুশি হয়তো আর কেউ হবে না যদি সবাইকে সুযোগ দিতে পারতাম…”। নতুনদের উদ্দেশ্যেও বেশ কয়েকটি কথা বলেছেন স্বর্ণেন্দু। যে সমস্ত ব্যক্তি তাঁদের কিছু হবে না এই ভাবে অভিনয় ‘ট্রাই’ করার ইচ্ছে প্রকাশ করেন তাঁদের প্রতি তাঁর বার্তা, “অভিনয় অত সোজা কোনো জিনিস নয় যে সেটা সবার পক্ষে সম্ভব হবে…আর হিরো হিরোইন হওয়ার জন্য দয়া করে আমাকে কেউ মেসেজ করবেন না…সর্বোপরি আত্মবিশ্লেষণ টা ভীষণ জরুরি,নিজেকে আগে বিচার করুন, আপনি যে সুযোগ টা চাইছেন আপনি কি আদৌ সেটার যোগ্য !?

যদিও যারা অভিনেতা হতে চান তাঁদের জন্য এক সুযোগের দ্বারও খুলে দিয়েছেন পরিচালক। আত্মবিশ্লেষণে বিশ্বাসী তিনি। সেই বিশ্লেষণ করার পরেও যদি নিজেকে যোগ্য মনে হয় তবে সেই ব্যক্তির জন্য নিজের ব্যক্তিগত মেল-আইডিও শেয়ার করেছেন তিনি। লিখেছেন, “যারা যারা আত্মবিশ্লেষণ করার পর মনে করবেন আপনারা যোগ্য তারা নিজের দুটো ছবি সহ নিম্নলিখিত মেইল আই ডি তে মেইল করবেন…কারুর ব্যক্তিগত কারণ দেখিয়ে সুযোগ চাইবেন না ওভাবে কাজ হয়না…”।

অভিনেতা-অভিনেত্রী হতে চাওয়া একঝাঁক নতুন মুখের প্রতি তাঁর বার্তা, দয়া নিয়ে জেতা নয়। অভিনেতা হওয়ার একটাই উপায় লড়াই করে জেতা।
প্রসঙ্গত, টলিপাড়ায় নতুন মুখদের সুযোগ দেওয়া নিয়ে বেশ সুনাম রয়েছে স্বর্ণেন্দু। তাঁর ধারাবাহিক ‘ত্রিনয়নী’ তেই প্রথম ব্রেক পান কাটোয়ার শ্রুতি দাস। শ্রুতি এখন সফল অভিনেত্রী। অভিনয় করতে গিয়েই যদিও প্রেমও হয়ে গিয়েছে পরিচালক-নায়িকার। বর্তমানে একসঙ্গে সুখেই রয়েছেন তাঁরা।

আরও পড়ুন-‘অনুষাকেই জিজ্ঞাসা করুন, কেন ছবি মুছেছি’, বলিপাড়ায় আবারও এক বিচ্ছেদ!