Ghorer Bioscope: আবির্ভাবেই চমকে দিলেন অঙ্কিতা, সেরার সেরা হয়ে কী বললেন ‘জগদ্ধাত্রী’?
Ghorer Bioscope Award 2023: হাজির হয়েছিলেন টেলি থেকে টলি... কিন্তু পুরস্কার পেলেন অঙ্কিতা মল্লিক। কেরিয়ার শুরুতেই স্বীকৃতি, কী বললেন তিনি?
শহরের পাঁচতারায় আছড়ে পড়েছিল ভিড়। হাজির ছিলেন নামজাদা তারকারা। TV9 বাংলার ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৩’ বলে কথা! টেলি থেকে টলি হাজির ছিলেন সকলেই। অনুষ্ঠানের শুরুতেই সেখান থেকে বেছে নেওয়া হল আবির্ভাবেই চমকে দিয়েছেন যে নায়িকা, তাঁকে…। ইংরেজিতে যার তর্জমা করলে দাঁড়ায় Best Debutant Female Mega Serial… মনোনয়ন পেয়েছিলেন অনেকেই। দর্শকের ভালবাসা ও বিচারকদের বিচারে শেষ হাসি হাসলেন একজনই।
টপ ৪ মনোনয়নের তালিকায় জায়গা করে নিয়েছিলেন, ‘সোহাগ চাঁদ’ ধারাবাহিকের অন্বেষা চক্রবর্তী, ছিলেন ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকের অনন্যা চট্টোপাধ্যায়, ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের ‘সৃষ্টি মজুমদার’ ও ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের জ্যাস অঙ্কিতা মল্লিক। ক্রমে এল ফলাফলের সময়। দর্শকদের মধ্যে তখন চাপা উত্তেজনা। মঞ্চে পুরস্কার প্রদানের জন্য হাজির শাশ্বত চট্টোপাধ্যায় ও অলোকানন্দ রায়। ক্রমে শাশ্বত ডেকে নিলেন সেরাকে। ওই বিভাগে প্রথম হলেন ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের অঙ্কিতা মল্লিক। শুরুতেই টিআরপিতে প্রথম সারিতে, দর্শকদের ভালবাসা যে তাঁর সঙ্গে আছে, তা আগেই প্রমাণ করেছিলেন অঙ্কিতা। এবার পেলেন পরিশ্রমের সম্মান।
গোলাপি পোশাকে মঞ্চে উঠলেন অঙ্কিতা। পায়ে হাত দিলেন প্রণাম করলেন শাশ্বত চট্টোপাধ্যায় ও অলোকানন্দা রায়কে। এর পর বললেন, “এই মঞ্চে দাঁড়িয়ে এটাই বলব যার জন্য আমি অ্যাওয়ার্ডটা পাচ্ছি সেই স্নেহাশিষদা’কে (স্নেহাশিষ চক্রবর্তী, পরিচালক ও প্রযোজক) অনেক ধন্যবাদ আমায় জগদ্ধাত্রী বানানোর জন্য, ধন্যবাদ দর্শকদের এত ভালবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এভাবেই ভালবাসা দেবেন, যাতে আমি আরও অনেক বড় হতে পারি।” দর্শক মহল তখন হাততালিতে ফেটে পড়ছে। আগামীর জন্য শুভেচ্ছা জানাচ্ছেন কর্মক্ষেত্রে অঙ্কিতার গুরুজনেরা।