Viral News: ‘মেয়েদের টাইট পোশাক পরিয়ে আইটেমডান্স করানোটা কোথাকার সভ্যতা!’ বিস্ফোরক উরফি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Mar 31, 2022 | 9:00 AM

Urfi Javed: ফ্যাশন নিয়ে উরফিকে জ্ঞান দিতেই বিস্ফোরক স্টার, স্টারকিডের প্রসঙ্গ তুলে তুলোধনা ডিজাইনারকে।

Viral News: মেয়েদের টাইট পোশাক পরিয়ে আইটেমডান্স করানোটা কোথাকার সভ্যতা! বিস্ফোরক উরফি

Follow Us

পোশাককে অস্ত্র করেই লাইম লাইটে, কেউ আবার বলেন অ্যাটেনশন চাই, ঠিক সেই কারণেই ভুল পোশাক, ভুল ফ্যাশনেই নজর উরফির। তবে ট্রোলকে খুব একটা পাত্তা দিতে নারাজ তিনি। সেলেবদের জীবনে ট্রোলের কমতি নেই। তবে সিনেদুনিয়ার বিখ্যাত ফ্যাশন ডিজাইনার যখন উরফির ফ্যাশনের দিকে আঙুল তুললেন, তখন আর থেকে থাকতে পারলেন না উরফি। তিনি সাফ জানিয়ে দিলেন মনের কথা। বরাবরই ঠোঁট কাটা উরফি। আর সেই সেলেবকে নিয়েই ফারহা খান আলি লিখলেন- এটা বলতে খুব দুঃখ লাগে, তবে এই তরণীর ফ্যাশনের পরিবর্তন প্রয়োজন, সকলে তাঁকে দেখে হাসে, আর সে ভাবে সকলে সেটা ভালবাসছে, আশা করব কেউ তাঁকে এটা বলুন।


এতেই বোমা ফাটান উরফি। কমেন্ট দেখা মাত্রই রেগে একের পর এক সোশ্যাল মিডিয়ায় উরফি জাভেদ জবাব দিতে শুরু করে দেন। তাঁর কথায়, ‘ম্যাম আপনি বলতে পারবেন ঠিক কোনটা টেস্টফুল পোশাক! অন্তব আমার কাছে ব্যখ্যা করুন। আমি জানি আমি যেভাবে পোশাক পরি মানুষ তা পছন্দ করেন না, আমি কোনও স্বপ্নের জগতে থাকি না, শুধু তাঁরা কি মনে করে, তাতে আমার কিছু যায় আসে না। আপনি যেটা পরছে, তাতে ডিজাইনারের ট্যাগ আছে, আর এটাই আপনার পোশাককে টেস্টফুল করে তোলে! আপনার পরিবারের সদস্যরা ছবি তৈরি করেন, যেখানে মেয়েদের টাইট পোশাক পরিয়ে আইটেমডান্স করানো হয়, সেটা টেস্টফুল! মেয়েদের শরীরকে পর্দায় ব্যবহার করাটা কাম্য! চ্যারিটি বাড়ি থেকেই শুরু হয়, স্টারকিডরা যা ইচ্ছে তাই পরে, সেটা আপনার কাছে টেস্টফুল!’

এখানেই থেমে থাকেন না উরফি, তিনি আরও জানান, ‘আপনার কথায়, সাধারম মানুষ আমার পোশাক পছন্দ করেন না. ঠিক আছে, তবে সাধারণ মানুষের আপনার পরিবার নিয়েও অনেক কিছু বলার থাকে, আপনি কি সেগুলো পাল্টাবেন! স্টারকিডরা তাঁদের ফ্যাশনের জন্য ট্রোল হয়, তাঁদের বলবেন ফ্যাশন পাল্টে ফেলতে! কাল যদি আপনার সন্তানদের মুখ পছন্দ নয় বলে দাবী তোলে সাধারম মানুষ, তাঁরা কি তা পাল্টে ফেলবে! আপনার মত একজন মহিলার থেকে এটা কাম্য নয়। স্টারকিডদের পাবলিসিটির ভয়ে তাঁদের জ্ঞান দিতে পারেন না। সাফ মনের কথা জানিয়ে দেন উরফি।’

আরও পড়ুন- Viral Photo: ‘পোশাক না খুলেও সেলেব হওয়া যায় মা’, কেন হঠাৎ সোলাঙ্কিকে উপদেশ নেটপাড়ার?

আরো পড়ুন- RRR Controversy: বক্সঅফিসে ৫০০ কোটির ঝড়, ৯ কোটি পকেটে পুরেও মুখ ভার আলিয়ার

আরও পড়ুন- Social Media Troll: মুখ ফিরিয়েছে বলিউড, বয়সের ছাপ ভুলে হট পোজ়, ব্যাপক ট্রোলের শিকার আমিশা

Next Article