Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: নাইটক্লাবে শিকলে বাঁধা বাঁদর ঘিরে নিন্দের ঝড়, গর্জে উঠল সেলেবমহল

Viral Video: যদিও সম্পূর্ণ বিষয়টা নিয়ে এই ক্লাব কতৃপক্ষের কোনও মতামত এখনও সামনে আসেনি। ঝড়ের গতিতে ভযাইরাল হয় সেই খবর। সকলেই এরপ্রতিবাদে সামিল।

Viral Video: নাইটক্লাবে শিকলে বাঁধা বাঁদর ঘিরে নিন্দের ঝড়, গর্জে উঠল সেলেবমহল
Follow Us:
| Edited By: | Updated on: Jun 19, 2023 | 2:31 PM

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কথা মনে পড়ে? বেজির গলায় শিকল, তার সঙ্গেই ছবি তুলে ছিলেন অভিনেত্রী, তা নিয়ে কম জল্পনা হয়নি। এবার আরও একবার সেই ছবি উঠে এলো সোশ্যাল মিডিয়ার পাতায়। ঝড়ের গতিতে ভাইরালও হল তা। সোশ্যাল মিডিয়ায় যা দেখা মাত্রই রে-রে করে উঠল নেটদুনিয়ার পাতা। এও সম্ভব! রাতপার্টির ছবি ঘিরে তাই চর্চাও তুঙ্গে। এক নাইটক্লাবের অন্দরমহলের ছবি এটি। একজন শিকলবাঁধা বাঁদরকে নিয়ে আদর করছেন। তাঁকে দেখা মাত্রই সকলেই প্রতিবাদে গর্জে উঠল। এক নিরিহ পশুর সঙ্গে এ কেমন আচরণ। প্রশ্ন তুললেন অভিনেতা অনিন্দ চট্টোপাধ্যায়। খোদ শহর কলকাতার বুকে চলছে এই কারবার। সাধারণ মানুষও দলে দলে এসে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন।

সার্কাস থিমে আয়োজিত এই পার্টি ঘিরে জল্পনা তুঙ্গে। তাকে নিয়ে পোজ় দিয়ে অনেকেই তুলছেন ছবি। বিরক্ত হয়ে অনিন্দ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, যদি আপনাদের মনে হয়, ভয় পাওয়া এক ছোট্ট বাঁদরকে ব্যবহার করে আপনাদের পার্টি খুব কুল হয়ে উঠেছে, তাহলে আর কিছু বলবার নেই…। একইভাবে প্রতিবাদ করে তৃণা সাহা সাহায্য প্রার্থনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে।

অনামিকা চক্রবর্তী লেখেন, আপনাদের ক্ষমা আছে মানেই কি এক নিরিহ পশুকে অত্যাচার করাটা কুল? বিষয়টা ওয়াইল্ড লাইফ নিয়ে যাঁরা কাজ করেন তাঁদের নজরে আনার প্রসঙ্গেও কথা বলেছিলেন অনেকে। যদিও সম্পূর্ণ বিষয়টা নিয়ে এই ক্লাব কতৃপক্ষের কোনও মতামত এখনও সামনে আসেনি। ঝড়ের গতিতে ভযাইরাল হয় সেই খবর। সকলেই এরপ্রতিবাদে সামিল। কীভাবে কলকাতার বুকে চলছে এই নির্মম অবিচার, তারও উত্তর খুঁজছেন অনেকে।