“সেওয়াগকে বিশ্বাস করবেন না”, অমিতাভকে বললেন সৌরভ

Kaun Banega Crorepati 13: শোয়ে একে অপরের সঙ্গে মজা করেছেন দুই প্রাক্তন ক্রিকেটার। সেই মজায় গা ভাসিয়েছেন অমিতাভও।

সেওয়াগকে বিশ্বাস করবেন না, অমিতাভকে বললেন সৌরভ
কৌন বানেগা ক্রোড়পতি ১৩ সিজনে অমিতাভ বচ্চনের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় ও বীরেন্দ্র সেওয়াগ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2021 | 10:18 PM

আসন্ন শুক্রবার ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৩’ হতে চলেছে চমকে ভরা। এপিসোডের নাম ‘শানদার শুক্রবার’। সেই এপিসোডে থাকছেন বিশেষ অতিথিরা। এবার অতিথি হিসেবে আসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও বীরেন্দ্র সেওয়াগ। কথা ছিল, শোয়ের প্রথম সপ্তাহে আসবেন তাঁরা। কিন্তু তেমনটা হয়নি।

অতিথিদের নাম শুনেই বোঝা যায় কতখানি মজাদার হতে চলেছে শো। হতচকিত হয়ে যাবেন শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চনও। তাঁদের ক্রিকেট জীবনের নানা ধরনের অভিজ্ঞতা শেয়ার করবেন এই দুই প্রাক্তন ক্রিকেটার। একে অপরের সঙ্গে মজাও করবেন তাঁরা। শোয়ের প্রোমো বেরিয়েছে ইতিমধ্যেই। তাতেই উচ্ছ্বসিত হয়ে পড়েছেন দর্শক।

শোয়ে একে অপরের সঙ্গে মজা করেছেন দুই প্রাক্তন ক্রিকেটার। সেই মজায় গা ভাসিয়েছেন অমিতাভও। তা হলে দর্শকের কাছে বিষয়টি কতখানি আনন্দদায়ক হবে এখন থেকেই আন্দাজ করা যাচ্ছে। সৌরভ শোতে এসে অমিতাভকে বলেই ফেলেন সেওয়াগকে যেন তিনি বিশ্বাস না করেন। তিনি এও বলেন, মাঠে অনেকবার সৌরভের সঙ্গে সহযোগিতা করেছেন সেওয়াগ।

সেওয়াগও মজার ছলে বলেন, মুশকিলের সময় অনেক বার সৌরভকে বাঁচিয়েছেন তিনি। ফাইনাল ম্যাচে রান এনে দিয়েছেন। দরকারে ফিল্ডিংয়ে দৌড়েছেন। বোলার হিসেবে খেলা ওপেন করার সময় কাউকে যখন পাওয়া যাচ্ছিল না, বোলিং করতে এগিয়ে এসেছেন সেওয়াগই। বোঝাই যায়, ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ মজাদার হতে চলেছে আসন্ন শুক্রবারের এপিসোড।

সম্প্রতি ২১ বছর পূর্তি উৎযাপন করল ‘কৌন বনেগা ক্রোড়পতি’। ২০০০ সালে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র হাত ধরেই ছোট পর্দায় প্রথম পা রেখেছিলেন বড় পর্দার সুপার স্টার অমিতাভ বচ্চন। অনেক ঘটনা, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শোয়ের সঙ্গে। শুরু থেকেই শোয়ের সঞ্চালক অমিতাভ। মাঝে একবারই শোয়ের সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত স্টার প্লাস চ্যানেলে শোয়ের সম্প্রচার হত। সে সময় প্রযোজনা করত সমীর নায়ারের টিম। ২০১০ সাল থেকে শো দেখা শুরু হয় সোনিতে। প্রযোজকও পালটে যায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’র। আসন্ন সিজনে খেলার বেশ কিছু নিয়মও বদলে ফেলা হয়েছে। একই সঙ্গে নাকি বদলেছে সেটের ডিজাইনও।

‘কৌন বনেগা ক্রোড়পতি’র সিজন ফাইভ ২০১১-এ সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। কিন্তু সে বার তেমন জমেনি। শাহরুখ এই শো ফের উপস্থাপনা করুন, তা চাননি নির্মাতারও। কেন শাহরুখকে বাতিল করা হয়েছিল, তার আসল কারণ হিসেবে সদ্য এক সাক্ষাৎকারে এই শোয়ের প্রযোজক সিদ্ধার্থ বসু বলেন, “আমার মনে হয়, নিজের মতো করে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ করেছিলেন শাহরুখ। নিজস্ব চার্ম বা মজার ভঙ্গী ছিল। ভাল রেটিংও ছিল। কিন্তু আসল সত্যিটা স্বীকার করাই ভাল। কেবিসি-র এবিসি হলেন অমিতাভ বচ্চন। ওঁকে ছাড়া সম্ভব নয়।”

সিদ্ধার্থ আরও জানান, অন্য যে কোনও কুইজ শোয়ের থেকে কেবিসি সব সময়ই আলাদা। মানুষের জীবনের গল্পকে এই শো-এ গুরুত্ব দেওয়া হয়েছে সব সময়। সেখানে লার্জার দ্যান লাইফ হোস্ট অমিতাভ বচ্চনকেই দরকার। আপাতত আর দিন কয়েকের অপেক্ষা। সঞ্চালকের আসনে ফের এসে বসবেন বিগ বি। নতুন কোনও বিজেতার অপেক্ষায় একের পর এক পর্ব পেরিয়ে যাবে জনপ্রিয় এই শো। গত সব সিজনের মতোই এ বার জনপ্রিয়তায় কোনও কমতি হবে না বলেই মনে করেন দর্শক।

আরও পড়ুনকরোনাকালে প্রথম মঞ্চে পারফর্ম করবেন অরিজিৎ সিং; তাও এদেশে নয়, বিদেশে

আরও পড়ুন: হঠাৎ কেন ‘গান্ধীগিরি’র মূল্য বোঝালেন দিয়া মির্জা?