AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Susmita Dey: প্রোমোতে সাপটা আসল হলে পঞ্চমী আর ওর সঙ্গে কথা বলতে পারত না: সুস্মিতা দে

Panchami: নাগ পঞ্চমীর দিন জন্ম বলে মুখ্য চরিত্রের এমন নামকরণ, সে বিশেষ ক্ষমতার অধিকারী। সাপ তার ভাষা বোঝে, সেও সাপের ভাষা বোঝে।

Susmita Dey: প্রোমোতে সাপটা আসল হলে পঞ্চমী আর ওর সঙ্গে কথা বলতে পারত না: সুস্মিতা দে
| Edited By: | Updated on: Nov 12, 2022 | 2:03 PM
Share

স্নেহা সেনগুপ্ত

অল্প কিছুদিন সম্প্রচার হয়েই বন্ধ হয়ে যায় ‘বউমা একঘর’ ধারাবাহিকটি। তাতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সুস্মিতা দে। তারও আগে ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকে অভিনয় করেন তিনি। গোয়েন্দাগিরিতে সিদ্ধহস্ত ছিল অপুর চরিত্রটি। সেই অপু ছিলেন সুস্মিতাই। সিরিয়াল চলেছিল লম্বা। ‘বউমা একঘর’ বন্ধ হওয়ার পর অন্য লিড চরিত্র পেতে বেশিদিন অপেক্ষা করতে হয়নি অভিনেত্রীকে। স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘পঞ্চমী’। সাপ নিয়ে গল্প। ধারাবাহিকে সুস্মিতাই পঞ্চমীর চরিত্রে। নাগ পঞ্চমীর দিন জন্ম বলে মুখ্য চরিত্রের এমন নামকরণ, সে বিশেষ ক্ষমতার অধিকারী। সাপ তার ভাষা বোঝে, সেও সাপের ভাষা বোঝে। সে নাকি ইচ্ছাধারী নাগিন।

সম্প্রতি সিরিয়ালের প্রোমোশনাম ভিডিয়ো প্রকাশ্যে এসে গিয়েছে। তাতে দেখা যাচ্ছে, এক গর্ভবতী মা (অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্য়ায়) নীলকণ্ঠের মন্দিরে এসে হাজির হয়েছে। মন্দিরের পুরোহিতকে অনুরোধ করে সে যেন সন্তানের প্রসব করায়। এরপর সেই জন্ম নেয় এক কন্যা সন্তান। তৎক্ষণাৎ মায়ের মৃত্যু হয়। আশ্চর্যজনক ভাবে দেখা যায়, সদ্যজাতর নাড়ির জায়গায় রয়েছে একটি সাপ। সেই কন্যা সন্তানই পঞ্চমী। সাপ নিয়ে মূল গল্প। সুতরাং, সাপ নিয়ে নানাকিছু দেখানো হবে ধারাবাহিকে। প্রোমোতে দেখা যায়, পঞ্চমী একটি বিরাট আকার ফনা তোলা সাপের সঙ্গে কথা বলছে।

নতুন ধারাবাহিক সম্পর্কে TV9 বাংলাকে নানা কথা বলেছেন সুস্মিতা। বলেছেন, “রোজনামচার জীবনের গল্প বলবে এই ধারাবাহিক। সেই সঙ্গে মাইথোলজির আমেজ থাকবে খানিক। আশা করছি, এই গল্প দর্শকের ভালই লাগবে।”

সাপকে নিয়ে ধারাবাহিক। অনেকেই এই প্রাণীকে ভয় করেন, কেউ আবার ভালওবাসেন। গল্পের নায়িকার কী মত এতে? অভিনেত্রী সুস্মিতা বলেছেন, “দেখুন সাপ বিষয়টা কমবেশি সকলেই ভয় পান। আমাদের গ্রামবাংলার মানুষ এই বিষয়ের উপর তৈরি সিরিয়াল কিংবা সিনেমা দেখতে ভালবাসেন এখনও। তাই আমার কাজটা করতে ভাল লাগছে। আমি নিজে সাপ বিষয়টাকে ভয় পাই খুবই। প্রোমোতে যে সাপটাকে দেখানো হয়েছে, সেটা যদি গ্রাফিক্সে তৈরি না হয়ে জ্যান্ত হত, আমি পালিয়ে যেতাম। তখন আর পঞ্চমী সাপের সঙ্গে কথাই বলতে পারবে না।”