AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিগবসের এই প্রাক্তন প্রতিযোগীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেন জারিন খান

সিনে পাড়ার চরম প্রতিযোগিতায় জারিন আজ অনেকটাই বিস্মৃত। সলমন খানের হাত ধরে তিনি যখন ইন্ডাস্ট্রিতে পা দিয়েছিলেন চমকে উঠেছিল সিনেমহল। “এ যে দেখতে পুরোপুরি ক্যাটরিনা কাইফের মতো”।

বিগবসের এই প্রাক্তন প্রতিযোগীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেন জারিন খান
জারিন
| Edited By: | Updated on: Aug 27, 2021 | 1:13 PM
Share

গুঞ্জন ছিল প্রেমের। সে গুঞ্জনেই যেন লাগল শিলমোহর। বিগবস ১২-এর প্রাক্তন প্রতিযোগী শিবাশিস মিশ্রর সঙ্গেই সম্পর্কে রয়েছেন সলমনের এই সহ অভিনেত্রী। এই মুহূর্তে দুজনেই গোয়াতে রয়েছেন। শিবাশিসের জন্মদিনে উপলক্ষে সেখানেই চলছে একান্তে সেলিব্রেশন।

দিন তিনেক আগে শিবাশিসের জন্মদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছিলেন জারিন। লিখেছিলেন, “বাঁকা হোক তবু আমার। শুভ জন্মদিন আমার শিব। যা চাও তাই যেন পাও।” জারিনের জন্মদিনেও বেশ কয়েক সপ্তাহ আছে একটি পোস্ট করেছিলেন শিবাশিসও। যদিও সে সময় প্রেম না বন্ধুত্ব তা ঠাওর করা যায়নি। কিন্তু এবারের তাঁদের গোয়া ট্রিপের বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে ।

সেই ভিডিয়োই ছড়িয়ে দিচ্ছে তাঁদের প্রেমের উত্তাপ। জারিনকে বেবি, সুইটহার্ট বলে ডাকতেও শোনা গিয়েছে শিবাশিসকে। সব মিলিয়ে দুইয়ে দুইয়ে চার করেছেন নেটিজেনরা। জারিন বিগবস ১২-এ অংশ নিলেও তিনি পেশায় একজন ব্যবসায়ী। যদিও ফিল্ম দুনিয়ার অনেকেই সঙ্গেই তাঁর আলাপ রয়েছে।

সিনে পাড়ার চরম প্রতিযোগিতায় জারিন আজ অনেকটাই বিস্মৃত। সলমন খানের হাত ধরে তিনি যখন ইন্ডাস্ট্রিতে পা দিয়েছিলেন চমকে উঠেছিল সিনেমহল। “এ যে দেখতে পুরোপুরি ক্যাটরিনা কাইফের মতো”। নিন্দুকেরা আড়ালে বলেছিলেন, ‘ক্যাটরিনা শোক’ ভোলার জন্যই নাকি তাঁর ‘হামশকল’কে নিয়ে এসেছেন সলমন। প্রসঙ্গত, সে সময় সদ্য ব্রেকআপ হয়েছিল সলমন-ক্যাটরিনার।

১১ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দেওয়া জারিনের কথায়, “ফিল্মি ব্যাকগ্রাউণ্ড থেকে আসিনি আমি। আমার আগের ছবি হিট হল না ফ্লপ তা না দেখে পরিচালকরা আমার দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে এমন সৌভাগ্যও আমার নেই। তাই ইন্ডাস্ট্রির বাইরের থেকে আসা একজন মানুষ হিসেবে আমাকে প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হয়েছে।” কাস্টিং কাউচের অভিজ্ঞতাও হয়েছে তাঁর। পরিচালক অফার দিয়েছেন, “কিসিং সিন রিহারস’ করার। সলমনের বিপরীতে ডেবিউ, কিন্তু এর পরে আর সেরকম কোনও হিট কেন নেই তাঁর ঝুলিতে? জারিনের মন্তব্য, “আমাকে এ ভাবেই পরিচিতি দেওয়া হল মিষ্টি দেখতে একটি মেয়ে যে কিনা অভিনয় করতে পারে না। কেউ আমায় একবারও আমার ট্যালেন্ট, আমার অভিনয় করার ক্ষমতা প্রদর্শনের সুযোগ অবধি দিলেন না।” তবে জারিনের মতে সে সব অতীত। নতুন রকমের কাজ নিয়ে তিনি আমার ফিরে আসবেন। আর এই ফেরার প্রক্রিয়া যে বা যারা তাঁর পাশে থেকেছেন তাঁদের কাছেও তিনি কৃতজ্ঞ বলে জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি প্রিন্স নারুলার সঙ্গে একটি মিউজিক ভিডিয়োতে কাজ করেছেন জারিন। একইসঙ্গে করণবীর বোহরার সঙ্গে ‘পাতালপানি’নামক এক হরর কমেডিতেও অভিনয় করেছেন জারিন। ওই দুই কাজই আপাতত মুক্তির অপেক্ষায়। সলমন অভিনীত অনীল শর্মার ছবি ‘বীর’-এর মধ্যে দিয়ে বলিউডে পা রাখেন জারিন খান। এ ছাড়াও ‘হেট স্টোরি ৩’, ‘হাউজফুল’, ‘ওয়াজা তুম হো’তেও দেখা গিয়েছে তাঁকে।