Bangla News » Entertainment » The late bollywood actor wanted to marry neena gupta when she was pregnant with masaba gupta
Satish Kaushik Death: আসল ঘটনা লুকিয়ে অন্তঃসত্ত্বা নীনাকে বিয়ে করতে চেয়েছিলেন সতীশ কৌশিক
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Updated on: Mar 09, 2023 | 12:33 PM
Neena Gupta-Satish Kaushik: অনেকগুলো বছর নীনা গুপ্তা এবং সতীশ কৌশিক বন্ধু ছিলেন। বিবাহ না করেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন নীনা। তাঁর গর্ভে তখন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার ভিভ রিচার্ডসের সন্তান মাসাবা গুপ্তা। সেই সময় নীনাকে বিয়ে করতে চেয়েছিলেন সতীশ। মাসাবাকে দিতে চেয়েছিলেন পিতৃপরিচয়।
Mar 09, 2023 | 12:33 PM
বলিউড শোকস্তব্ধ। প্রয়াত হয়েছেন অভিনেতা, পরিচালক এবং চিত্রনাট্যকার সতীশ কৌশিক। চলন্ত গাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (০৯.০৩.২০২৩) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা।
1 / 9
ইন্ডাস্ট্রির সকলেই জানতেন সতীশের মন ছিল তুলোর মতো নরম। এর একাধিক নিদর্শন আছে। তিনি ভাল বন্ধু ছিলেন নীনা গুপ্তার।
2 / 9
ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেট তারকা ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নীনার। তাঁকে বিয়ে না করেই তাঁর সন্তানকে গর্ভে ধারণ করেছিলেন নীনা। সেই 'লাভচাইল্ড' মাসাবা ভূমিষ্ঠ হওয়ার আগেই সতীশ বিয়ে করতে চেয়েছিলেন নীনাকে।
3 / 9
মাসাবাকে পিতৃপরিচয় এবং পিতৃস্নেহ দিতে চেয়েছিলেন সতীশ। বন্ধুর প্রতি পালন করতে চেয়েছিলেন দায়িত্ব।
4 / 9
সতীশের থেকে সেই সময় বিয়ের প্রস্তাব পেয়ে কেঁদে ফেলেছিলেন নীনা। সেই কথা নীনা লিখেছেন তাঁর আত্মজীবনী 'সচ কহুঁ তো'তে।
5 / 9
নীনা তাঁর আত্মজীবনীতে লিখেছিলেন, একটি স্কুটি চালিয়ে তাঁর অ্যাপার্টমেন্টে এসে সতীশ শুটিংয়ে নিয়ে যেতেন নীনাকে।
6 / 9
নীনা অন্তঃসত্ত্বা হওয়ায় সতীশই তাঁকে বলেছিলেন বিয়ে করবেন এবং এও বলেছিলেন দুনিয়াকে বলবেন মাসাবা তাঁর এবং নীনার সন্তান।
7 / 9
মজা করে নীনা এও লিখেছিলেন, সতীশ নাকি তাঁকে বলেছিলেন যে, যদি কন্যা কৃষ্ণাঙ্গ বর্ণের হয়, তা হলে তিনি যেন বলেন, যে তাঁকে সতীশের মতোই দেখতে হয়েছে। কেউ তা হলে সন্দেহ করবেন না।