Satish Kaushik Death: আসল ঘটনা লুকিয়ে অন্তঃসত্ত্বা নীনাকে বিয়ে করতে চেয়েছিলেন সতীশ কৌশিক
Neena Gupta-Satish Kaushik: অনেকগুলো বছর নীনা গুপ্তা এবং সতীশ কৌশিক বন্ধু ছিলেন। বিবাহ না করেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন নীনা। তাঁর গর্ভে তখন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার ভিভ রিচার্ডসের সন্তান মাসাবা গুপ্তা। সেই সময় নীনাকে বিয়ে করতে চেয়েছিলেন সতীশ। মাসাবাকে দিতে চেয়েছিলেন পিতৃপরিচয়।
Most Read Stories