দিনে ১০০টা সিগারেট পান, ফুসফুস পরিষ্কার রাখতে কী করেন শাহরুখ?

Shahrukh Khan: কু-অভ্যাস বলতে শাহরুখের ওই একটা জিনিস আছে। তিনি অসম্ভব সিগারেট পান করেন। দিনে কম করে হোক ১০০টা সিগারেট খাবেনই শাহরুখ। এ অভ্যাস তাঁর শুরু থেকেই। একসঙ্গে দুটো সিগারেটও খেতে পারেন এই অভিনেতা। কিন্তু নিজের ফুসফুসের কীভাবে খেয়াল রাখেন, জানলে অবাকই হবেন আপনি...

| Updated on: Jan 20, 2024 | 9:35 PM
শাহরুখ খান-- শাহরুখ খানের প্রাথমিক আয় ছিল ৫০ টাকা। বর্তমানে তিনি বলিউডের সবচেয়ে ধনী অভিনেতা। ৭০০০ কোটি টাকার বেশি যাঁর সম্পত্তির পরিমাণ।

শাহরুখ খান-- শাহরুখ খানের প্রাথমিক আয় ছিল ৫০ টাকা। বর্তমানে তিনি বলিউডের সবচেয়ে ধনী অভিনেতা। ৭০০০ কোটি টাকার বেশি যাঁর সম্পত্তির পরিমাণ।

1 / 8
দিনে নাকি ১০০টা সিগারেট খান শাহরুখ। বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট খান শাহরুখ এবং সেই নেশাটা আজও অব্যাহত রয়েছে।

দিনে নাকি ১০০টা সিগারেট খান শাহরুখ। বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট খান শাহরুখ এবং সেই নেশাটা আজও অব্যাহত রয়েছে।

2 / 8
শাহরুখ খান: শাহরুখ খানের বডিগার্ডের নাম রভি। তিনি বছরে পারিশ্রমিক নিয়ে থাকেন ২.৫ কোটি টাকা। শাহরুখের সব থেকে ভরসার কর্মী তিনিই। আরিয়ানকে তিনিই রাখেন আগলে।

শাহরুখ খান: শাহরুখ খানের বডিগার্ডের নাম রভি। তিনি বছরে পারিশ্রমিক নিয়ে থাকেন ২.৫ কোটি টাকা। শাহরুখের সব থেকে ভরসার কর্মী তিনিই। আরিয়ানকে তিনিই রাখেন আগলে।

3 / 8
দিনে ১০০টা সিগারেট খেলে যে কোনও মানুষের ফুসফুস নষ্ট হয়ে যেতে পারে। সাংঘাতিক শ্বাসকষ্টের শিকার হবেন তিনি।

দিনে ১০০টা সিগারেট খেলে যে কোনও মানুষের ফুসফুস নষ্ট হয়ে যেতে পারে। সাংঘাতিক শ্বাসকষ্টের শিকার হবেন তিনি।

4 / 8
কিন্তু শাহরুখের ক্ষেত্রে তেমনটা ঘটেনি। এর কারণ শাহরুখ নিজেই।

কিন্তু শাহরুখের ক্ষেত্রে তেমনটা ঘটেনি। এর কারণ শাহরুখ নিজেই।

5 / 8
তিনি প্রত্যেক বছর আমেরিকায় গিয়ে একটি চিকিৎসা করান তাঁর ফুসফুসের। এবং তাতেই তিনি সুস্থ থাকেন।

তিনি প্রত্যেক বছর আমেরিকায় গিয়ে একটি চিকিৎসা করান তাঁর ফুসফুসের। এবং তাতেই তিনি সুস্থ থাকেন।

6 / 8
শাহরুখ খান-- তাঁর অনুমতী ছাড়া ছবি তোলার দোষে একবার ভক্তের হাত থেকে ফোন কেড়ে নিয়ে শাহরুখ খান নিজের গাড়ির পথে হাঁটা দিয়েছিলেন।

শাহরুখ খান-- তাঁর অনুমতী ছাড়া ছবি তোলার দোষে একবার ভক্তের হাত থেকে ফোন কেড়ে নিয়ে শাহরুখ খান নিজের গাড়ির পথে হাঁটা দিয়েছিলেন।

7 / 8
একটা সময় ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই তিন চরিত্র আজও চর্চায়। বিশেষ করে তাঁদের নাচের মুহূর্ত।

একটা সময় ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই তিন চরিত্র আজও চর্চায়। বিশেষ করে তাঁদের নাচের মুহূর্ত।

8 / 8
Follow Us: