AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাবা মহেশ এবং সৎ দিদি পূজার কন্যা আলিয়া! সত্যি জানিয়েছেন আলিয়াই

Alia Bhatt Birth: ভাট পরিবারের সবচেয়ে কনিষ্ঠ কন্যা তিনি। বিখ্যাত বাবা-মায়ের মেয়ে হয়েও তাঁদের পরিচয় নিজেকে প্রতিষ্ঠিত করেননি। বরং তাঁর পরিচয়ে পরিচিত হচ্ছেন তাঁর বাবা-মা। এখনও পর্যন্ত আলিয়া ভাটের জীবনের নানা গুজব শোনা যায়। যেমন ধরুন--মহেশ ভাট এবং পূজা ভাটের মেয়ে নাকি আলিয়া ভাট। এ ব্যাপারে মুখ খোলেন আলিয়া...

বাবা মহেশ এবং সৎ দিদি পূজার কন্যা আলিয়া! সত্যি জানিয়েছেন আলিয়াই
আলিয়া-মহেশ-পূজা
| Updated on: Mar 15, 2024 | 3:11 PM
Share

১৫ মার্চ আলিয়া ভাটের জন্মদিন। ৩১ বছর বয়সে পা দিলেন অভিনেত্রী। ৩০ বছর বয়সের মধ্যেই নিজেকে সু-প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেত্রী। তারকা সন্তান হওয়া সত্ত্বেও নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন দক্ষতায়। বিখ্যাত পরিচালক মহেশ ভাট এবং অভিনেত্রী সোনি রাজ়দানের ছোট মেয়ে আলিয়া। পরিবারের সবচেয়ে কনিষ্ঠ কন্যা তিনি। বিখ্যাত বাবা-মায়ের মেয়ে হয়েও তাঁদের পরিচয় নিজেকে প্রতিষ্ঠিত করেননি। বরং তাঁর পরিচয়ে পরিচিত হচ্ছেন তাঁর বাবা-মা। এখনও পর্যন্ত আলিয়া ভাটের জীবনের নানা গুজব শোনা যায়। যেমন ধরুন–মহেশ ভাট এবং পূজা ভাটের মেয়ে নাকি আলিয়া ভাট।

গোটা দুনিয়া জানে, পূজা ভাট আলিয়ার সম্পর্কে সৎ দিদি। মহেশ ভাটের প্রথম পক্ষের সন্তান পূজা। একবার পূজার সঙ্গে একটি ফটোশুটে তাঁর ঠোঁটে চুমু খেয়েছিলেন মহেশ। সেই ছবিটি সেই ম্যাগাজিনের ফটোশুটের প্রচ্ছদে ব্যবহার করা হয়। কন্যার ঠোঁটে ঠোঁট রেখে চুমু, মহেশ-পূজাকে নিয়ে সেসময় সমালোচনার ঝড় বয়ে যায়। অনেকটা সেই ফটোশুটের কারণেই আলিয়ার জন্ম বৃত্তান্ত নিয়ে এমন গুজব রটেছিল।

এই বিষয়টি নিয়ে আলিয়া সরাসরি কথা বলেছিলেন একটি টকশোতে। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে তৈরি কোনও গুজবে কি তিনি বিচলিত হয়ে ওঠেন? আলিয়া বলেছিলেন, “একেবারেই না।” তবে একটি গুজবের কারণে তাঁর মনে কেঁদে উঠেছিল। তা হল, মহেশ ভাট এবং পূজা ভাটের কন্যা নাকি তিনি। বলেছিলেন, “আমি খুবই ক্ষুব্ধ হয়েছিলাম। গোটা পৃথিবী মেনে নিয়েছিল আমি আমার বাবা এবং আমার সৎ দিদির সন্তান। এটা যে কত বড় মিথ্যা, তা আমি নিজে বলে বোঝাতে পারব না। এই গুজবটার কথা ভাবলেই আমার সারা শরীর কেঁপে ওঠে আজও।

করণ জোহরের পরিচালনায় তৈরি ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ ছবির হাত ধরে সিনেমায় পা রেখেছিলেন আলিয়া ভাট। তারপর নিজেই ছক ভাঙতে শুরু করেছিলেন। ইমতিয়াজ আলির মতো পরিচালকের তৈরি ‘হাইওয়ে’ ছবিতে কাজ করেছিলেন। ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজ়ি’, ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র মতো ছবিতে অভিনয় করে নিজের অভিনয় সত্ত্বাকে সকলের সামনে তুলে ধরেছেন আলিয়া। হলিউডের ছবি ‘হার্ট অফ স্টোন’-এও কাজ করেছেন তিনি। দীর্ঘ ৫ বছর রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে থাকার পর তাঁকে বিয়ে করেছিলেন ২০২৪ সালের ১৪ এপ্রিল। বিয়ের পরপরই জানা যায় আলিয়া অন্তঃসত্ত্বা। ২০২২ সালের ৬ নভেম্বর আলিয়ার কোল আলো করে জন্ম দেয় তাঁর কন্যা রাহা।