AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমি ক্ষুধার্থ!’, আর্তনাদ অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোনের, বেবি বাম্প নিয়ে হাজির হলেন কোথায়?

Deepika Padukone-Baby Bump: দক্ষিণী পরিচালক নাগ অশ্বিনের নির্দেশনায় তৈরি 'কাল্কি ২৮৯৮ এডি' ছবিতে অভিনয় করেছেন দীপিকা, অমিতাভ এবং প্রভাস। সেই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তঃসত্ত্বা দীপিকা। কালো রঙের একটি স্লিভলেস বডি হাডিং ড্রেস পরে এসেছিলেন। তাতে ফুটে উঠেছিল তাঁর বেবি বাম্প।

'আমি ক্ষুধার্থ!', আর্তনাদ অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোনের, বেবি বাম্প নিয়ে হাজির হলেন কোথায়?
দীপিকা পাড়ুকোন।
| Updated on: Jun 20, 2024 | 1:28 PM
Share

অনেকগুলো মাস ধরে শুটিং করেছেন ছবির। সঙ্গে ছিলেন তাঁর পর্দার বাবা (‘পিকু’ ছবিতে) অমিতাভ বচ্চন এবং দক্ষিণী সুপারস্টার ‘বাহুবলী’ প্রভাস। তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর শিরোনাম সৃষ্টি করেছে। সেই সঙ্গে জন্ম দিয়েছে নানা জল্পনারও। তিনি নাকি সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিচ্ছেন, সেই খবরও রটেছিল। সবশেষে সকলের মুখে কুলুপ–সত্যি-সত্যি সন্তানের জন্ম দিতে চলেছেন দীপিকা। সম্প্রতি দীপিকার এক ভিডিয়ো ভয়ানক ভাইরাল নেটজগতে। দক্ষিণী পরিচালক নাগ অশ্বিনের নির্দেশনায় তৈরি ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবিতে অভিনয় করেছেন দীপিকা, অমিতাভ এবং প্রভাস। সেই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তঃসত্ত্বা দীপিকা। কালো রঙের একটি স্লিভলেস বডি হাডিং ড্রেস পরে এসেছিলেন। তাতে ফুটে উঠেছিল তাঁর বেবি বাম্প।

বুধবার (১৯ জুন, ২০২৪) মুম্বইয়ে আয়োজিত ‘কাল্কি ২৮৯৮ এডি’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সব আলো কেড়ে নিয়েছিলেন দীপিকাই। অন্তঃসত্ত্বা অভিনেত্রী সোফায় বসেছিলেন। মঞ্চে আসতে বলা মাত্রই নিজেকে কোনও মতে সামলে উঠে দাঁড়ান দীপিকা। তাঁকে মঞ্চে নিয়ে আসার জন্য হাত বাড়ান স্বয়ং অমিতাভ বচ্চন। এদিন দীপিকা এক ছবিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেছেন, “অনেক হয়েছে, আমি খুবই ক্ষুধার্থ।”

জানলে অবাক হবেন, ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবিতে দীপিকা যে চরিত্রে অভিনয় করেছেন, সেই চরিত্রটিই অন্তঃসত্ত্বাই। যে সন্তানকে তিনি বহন করেছেন ছবিতে, সে-ই কাল্কি। কাল্কির মায়ের চরিত্রে কাস্ট করা হয় রণবীর-পত্নীকে। ছবিতে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। কাল্কির রক্ষাকর্তা অশ্বত্থামা। জুন মাসের ২৭ তারিখ মুক্তি পাবে ‘কাল্কি ২৮৯৮ এডি’। তেলুগু, তামিল, কন্নড়, মালায়ালাম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে এই ছবি।