উদ্ভট পোশাক, পাল্টে যাওয়া কণ্ঠ; মোনালী নাকি ‘পাগল’ হয়ে গিয়েছেন, অনুমান নেটিজ়েনদের একাংশের
Monali Thakur: নীল আলোয় গান ধরলেন গায়ক শক্তি ঠাকুরের কনিষ্ঠ কন্যা মোনালী ঠাকুর। পরনে তাঁর হাঁটু ছাপানো স্কার্ট। শরীরের উপরের অংশ বডিকনের মতো দেখতে পোশাকে ঢাকা। সবটা মিলিয়েই নাকি বেমানান দেখতে লাগছিল মোনালীকে। তার উপর গান গাইছিলেন গায়িকা। তা নাকি আরওই অসহ্যকর বলে মনে হয়েছে। ভিডিয়ো শেয়ার হতেই নেটিজ়েনদের একাংশ নানা ভাষায় আক্রমণ করতে শুরু করেন মোনালীকে।

নীল আলোয় গান ধরলেন গায়ক শক্তি ঠাকুরের কনিষ্ঠ কন্যা মোনালী ঠাকুর। পরনে তাঁর হাঁটু ছাপানো স্কার্ট। শরীরের উপরের অংশ বডিকনের মতো দেখতে পোশাকে ঢাকা। সবটা মিলিয়েই নাকি বেমানান দেখতে লাগছিল মোনালীকে। তার উপর গান গাইছিলেন গায়িকা। তা নাকি আরওই অসহ্যকর বলে মনে হয়েছে। ভিডিয়ো শেয়ার হতেই নেটিজ়েনদের একাংশ নানা ভাষায় আক্রমণ করতে শুরু করেন মোনালীকে।
প্রথমেই তাঁর পোশাক নিয়ে ধেয়ে আসে কঠিন মন্তব্য। তারপরই তাঁর কণ্ঠ নিয়ে কাটাছেঁড়া করা হয়। একাংশের নেটিজ়েনরা বলেন, এটা নাকি মোনালীর আসল কণ্ঠই নয়। মঞ্চের উপর দাপাদাপি করতে দেখে অনেকে বলেন মোনালী নাকি গায়িকা সুনিধি চৌহানকে নকল করছেন। কিন্তু যে মন্তব্য পড়ে মোনালীর নিজেরই খুব খারাপ লাগতে পারে, তা হল, নেটিজ়েনদের একাংশের মনে হয়েছে তিনি এক্কেবারে বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছেন।
সরাসরি সোনালীকে পাগল বলেছেন নেটিজ়েনরা এবং খুবই বিশ্রীভাবে আক্রমণ করেছেন তাঁকে। একজন লিখেছেন, “উনি কি মেন্টাল? কী হয়েছে… ওর পোশাক, কণ্ঠ, ভোজপুরের মাচা আর্টিস্ট তো এক্কেবারে…”। একজন আবার লিখেছেন, “ক্ষেপে গিয়েছে মনে হয়। ড্রেস পরার কী ছিড়ি হয়েছে। আমাদের এখানেও এসেছিল এই ব্যাঙের ছাতা পরে (বডিকনকে ব্যঙ্গ করে ব্যাঙের ছাতা বলা হয়েছে)।” একজন সরাসরিই লিখেছেন, “মেয়েটা পাগল হয়ে গিয়েছে মনে হয়।” কেউ-কেউ আবার শ্রেয়া ঘোষালের সঙ্গে তুলনা করেছেন মোনালীর। বলেছেন, “মোনালীর জায়গায় শ্রেয়া থাকলে এমনটা কখনওই হত না।” কেউ আবার বুঝে গিয়েছেন, ডিপ্রেশনে আছেন মোনালী।
