বস্তির ছেলে আমি, সবার সঙ্গে লড়াই করে আমার হাতটা ধরেছিল সোনালি: শঙ্কর চক্রবর্তী
Shankar Chakraborty: বাবাকে হারানোর পর মাকে নিয়ে বস্তিতে থাকতেন শঙ্কর। কোনওমতে সংসার চালাতেন। সেই সময় অভিনেত্রী সোনালি চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং এই সোনালির জন্যই জীবনে অনেকখানি আলো দেখতে পেয়েছিলেন শঙ্কর।

শৈশবে বাবা মারা যাওয়ার পর অথৈ জলে পড়েছিলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। বাড়ি ভাড়া দেওয়ার টাকা ছিল না তাঁর পকেটে। মাকে সঙ্গে নিয়ে শুরু হয় অভিনেতার জীবন যুদ্ধে। দিনের বেলায় স্কুলে যেতেন, রাতে কাজ করতেন কারখানায়। ক্লাসে ঘুমিয়ে পড়তেন ক্লান্ত শঙ্কর। মাস্টার মশাই চুলের মুঠি ধরে তাঁকে টেনে তুলে জিজ্ঞেস করতেন, ‘চুরি করিস নাকি’। মাকে নিয়ে বস্তিতে থাকতেন শঙ্কর। কোনওমতে সংসার চালাতেন। সেই সময় অভিনেত্রী সোনালি চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং এই সোনালির জন্যই জীবনে অনেকখানি আলো দেখতে পেয়েছিলেন শঙ্কর।
সেই কঠিন দিনগুলোয় সোনালি তাঁকে হাত ধরে টেনে উপরে তুলেছিলেন। সেই লড়াইয়ের কথা শঙ্কর নিজে জানিয়েছেন এক সাক্ষাৎকারে। জানিয়েছেন, গান শিখিয়ে যা সোনালি উপার্জন করতেন, সবই তিনি তুলে দিতেন শঙ্করের হাতে। একটা সময় বাড়ি থেকে সেই সম্পর্ক কিছু থেকেই মেনে নেওয়া হয়নি। গোটা পরিবারের বিরুদ্ধে গিয়ে শঙ্করকে বিয়ে করেছিলেন সোনালি। ২০২২ সালে ক্যানসারের কাছে হেরে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। সেই থেকে একাকী জীবন কাটাচ্ছেন শঙ্কর।
শঙ্কর আক্ষেপের সুরে বলেছেন, তাঁকে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি ঠিক মতো ব্যবহার করতে পারেনি। তাঁকে অনেকগুলো বছর সিনেমায় কাজ দেওয়া হয়নি। ২০০৯ সালের পর সম্পূর্ণ বসে গিয়েছিলেন শঙ্কর। বলেন, “সিনেমায় কাজ হারাতে শুরু করি। এখন কেবলই সিরিয়ালে কাজ করছি। আর কোত্থাও না…”
