‘হিটম্যান’ লুকে টাইগার শ্রফ, ‘টুকলি’র অভিযোগ আনল নেটিজেন

৩ ডিসেম্বর ২০২১ সালে মুক্তি পেতে চলেছে আহমেদ খান পরিচালিত টাইগার-তারা সুতারিয়া অভিনীত ‘হিরোপন্তি-২’।

'হিটম্যান' লুকে টাইগার শ্রফ, 'টুকলি'র অভিযোগ আনল নেটিজেন
হিরোপন্তি পোস্টার।
Follow Us:
| Updated on: Mar 03, 2021 | 5:46 PM

চব্বিশ ঘন্টাও পেরোয়নি, টাইগার শ্রফ তাঁর নতুন ছবি রিলিজের তারিখ ঘোষণা করলেন। পোস্টও করলেন ‘হিরোপন্তি-২’ নতুন পোস্টারও। এবং তার পর থেকে একের পর এক ট্রোলিংবাণ ধেয়ে আসছে অভিনেতার দিকে।

আরও পড়ুন মেয়ের সঙ্গে তানজ়ানিয়ার দ্বীপে মিথিলার ‘অভিযান’, ভ্রমণকাহিনী প্রকাশ পাবে বাংলাদেশের বইমেলায়

পোস্টার রিলিজ হতে না হতে ফ্যানেরা ধরে ফেললেন পোস্টারের কারসাজি। তাঁদের মতে একেবারে ‘কপি পেস্ট’ হয়েছে পোস্টার লুক। গত বছর ও এই একই ঘটনা ঘটেছিল। ছবির প্রথম পোস্টার রিলিজ হতেই ‘হিটম্যান’ ভিডিও গেমের লুকের সঙ্গে হুবহু মিলে গিয়েছিল পোস্টারের লুক। গতকাল ছিল টাইগার শ্রফের জন্মদিন, এবং সে দিনেও ট্রোলের মুখে পড়তে হল তাঁকে।

একেবারে হিটম্যান এজেন্ট-৪৭ এর মতো পোশাকে দেখা যাচ্ছে টাইগারকে। শ্রফরে পরনের কোট থেকে গলায় ঝোলানো লাল টাইয়ের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে হিটম্যানের সঙ্গে। এমনকি হাতে ধরা বন্দুকের কায়দাটাও একেবা এক! এসব দেখেটেখে ফ্যানেরাও বোধহয় বিমর্ষ হয়ে পড়েছেন।

একজন লিখলেন, “হিটম্যান? কেন?”। অন্যজন লিখলেন, ‘হিটম্যান কা কভার?’। আরেকজন লিখলেন ‘তার মানে হিটম্যান-২’। তৃতীয়জন লিখলেন, ‘এজেন্ট ৪৭: আচ্ছা চলতা হুঁ দুয়াও মে ইয়াদ রখনা।‘

২০০৭ সালে ‘হিটম্যান’ ছবিতে টিমোথি অলিফ্যান্টের পর্দায় অভিনয় করেছিলেন।এবং তারপরে ২০১৫ সালের ‘রিবুট’ ছবিতে রূপার্ট ফ্রেন্ডে অভিনয় করেন।

৩ ডিসেম্বর ২০২১ সালে মুক্তি পেতে চলেছে আহমেদ খান পরিচালিত টাইগার-তারা সুতারিয়া অভিনীত ‘হিরোপন্তি-২’।