Election Result 2024: রাতভর দেব খেললেন অন্য খেলা! ফল স্পষ্ট হতেই কাটল চাপ

Dev-Hiran: বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। একজন লিখেছেন, "এখন ব্যাটবল নিয়ে খেলছে পরে ঘাটালের মানুষদের আবেগ নিয়ে খেলবে।" আর একজন চাঁচাছোলা মন্তব্য, "রাজনীতি ছেড়ে দিলেই তো পারতেন, আবার নিজেকে পাঁকে জড়ালেন।"

Election Result 2024: রাতভর দেব খেললেন অন্য খেলা! ফল স্পষ্ট হতেই কাটল চাপ
ফল স্পষ্ট হতেই কাটল চাপ
Follow Us:
| Updated on: Jun 04, 2024 | 1:43 PM

তারকা বনাম তারকা—ঘাটালে এবার কী হতে চলেছে সে দিকেই নজর সকলের। দেব বনাম হিরণ হাইভোল্টেজ এই কেন্দ্র নিয়ে মানুষের কৌতূহলের সীমা ছিল না। সকালের ট্রেন্ডে হিরণ এগিয়ে যেতেই হৃদস্পন্দন শুরু হয়েছিল ঘাসফুল ভক্তদের। ওদিকে দেব বরাবরই ‘কুল গাই’। তবে ঘনিষ্ঠ মহিল জানাচ্ছে, ঘাটালের বিদায়ী সাংসদেরও চাপ কিছু কম ছিল না। আর সেই চাপ কাটাতেই রাতভর দেব খেললেন জমিয়ে। তবে এ খেলা তাঁর দলের ‘খেলা হবে’ নয়, বরং বান্ধবী রুক্মিণী মৈত্রের সঙ্গে বাইশগজ মাতিয়ে রাখলেন তিনি। ব্যাট হাতে ছক্কা হাঁকালেন। রুক্মিণীও এই ‘ক্রাইসিস টাইম’-এ পাশে রইলেন তাঁর। সেই ভিডিয়ো ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এসেছে।

যদিও বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। একজন লিখেছেন, “এখন ব্যাটবল নিয়ে খেলছে পরে ঘাটালের মানুষদের আবেগ নিয়ে খেলবে।” আর একজন চাঁচাছোলা মন্তব্য, “রাজনীতি ছেড়ে দিলেই তো পারতেন, আবার নিজেকে পাঁকে জড়ালেন।” রাজনীতি ছাড়তেই চেয়েছিলেন দেব। সেই মর্মে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি নিয়ে গেলেও মমতা মানেননি। দেবকে রাজি করিয়ে ফের একবার ঘাটালে থেকে দাঁড় করায় তৃণমূল কংগ্রেস। মাস্টারস্ট্রোক যে বিফলে যায়নি, এখনও পর্যন্ত ফল কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে।

বেলা একটা পর্যন্ত ভোটগণনার যে ট্রেন্ড তাতে হিরণের থেকে দেবই এগিয়ে। ১০/২০ হাজার ভোটে নয় জানেন এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত হিরণ ও দেবের ব্যবধান কত? এখনও পর্যন্ত দীপক অধিকারী ওরফে দেব পেয়েছেন ২ লক্ষ ৫৭ হাজার ৭৮টি ভোট। ওদিকে হিরণ পেয়েছেন ২ লক্ষ ৭ হাজার ৭৮২টি। দেব এগিয়ে প্রায় পঞ্চাশ হাজার ভোটে। এই ট্রেন্ডই যদি বজায় থাকে তবে দিনশেষে খোকাবাবুই হাসবেন শেষ হাসি। তা বলার অপেক্ষা রাখে না।