AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নির্বাচনের আগেই বড় অঘটন, মাতৃহারা সায়নী ঘোষ, শোকে পাথর যুবনেত্রী

Saayoni Ghosh: গত রবিরার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসা চলছিল তাঁর। চিকিৎসার সেভাবে সুযোগ না দিয়েই এ দিন বিকেলে চলে গেলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর হৃদরোগে আক্রান্ত হন সুদীপা দেবী।

নির্বাচনের আগেই বড় অঘটন, মাতৃহারা সায়নী ঘোষ, শোকে পাথর যুবনেত্রী
মাতৃহারা সায়নী ঘোষ, শোকে পাথর যুবনেত্রী
| Updated on: Jan 15, 2024 | 7:38 PM
Share

২০২৪ লোকসভা নির্বাচনের আগেই বড় অঘটন অভিনেত্রী তথা যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের পরিবারে। মা’কে হারালেন সায়নী। সোমবার বিকেলে শহরের এক হাসপাতালে প্রয়াত হয়েছেন সায়নীর মা সুদীপা ঘোষ। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী-নেত্রীর মা।

গত রবিরার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসা চলছিল তাঁর। চিকিৎসার সেভাবে সুযোগ না দিয়েই এ দিন বিকেলে চলে গেলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর হৃদরোগে আক্রান্ত হন সুদীপা দেবী। ঘটনায় ভেঙে পড়েছেন সায়নী। ২০২৪ তাঁর রাজনৈতিক কেরিয়ারে নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। সামনেই নির্বাচন, তার আগেই জীবনের অন্যতম প্রধান স্তম্ভকে হারিয়ে শোকবিহ্বল তিনি।

মায়ের অসুস্থতা নিয়ে সেভাবে কোনওদিনও প্রকাশ্যে কিছু বলতে শোনা যায়নি তাঁকে। তবে ২০২১-এ বিধানসভা নির্বাচনের আগে হাসপাতাল থেকে মায়ের কে মজার ভিডিয়ো শেয়ার করেছিলেন সায়নী। মিষ্টি খাওয়া নিয়ে মা’কে বকা দিচ্ছেন তিনি। মা-ও বাধ্য মেয়ের মতো মিষ্টি ও বাসি খাবার আর কোনওদিন না খাওয়ার কথা বলছেন। শুধু কি তাই? সে সময় মায়ের মুখে শোনা গিয়েছিল ‘খেলা হবে’ স্লোগানও। সায়নী এক মেয়ে। মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বন্ধুর মতো। মায়ের জন্মদিনে বিশেষ পোস্ট শেয়ার করেছিলেন বছর কয়েক আগেই। প্রসিদ্ধ ব্যান্ড ‘কুইন’-এর ‘মাম্মা’র কয়েকটা লাইন শেয়ার করে মায়ের সঙ্গে দিয়েছিলেন এক মিষ্টি ছবি। তবে মানুষটাই যে আর রইলেন না। নির্বাচনের আগে দ্রুত এই শোক কাটিয়ে উঠুন সায়নী, এমনটাই চাইছেন তাঁর কাছের মানুষেরা।