AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শেষে ছারপোকার জন্য জীবনের বড় সুযোগ হাতছাড়া হয়েছিল মুনমুন সেনের! কী ঘটেছিল?

Moonmoon Sen: মুনমুন সেন এক দিকে যেমন অভিনেত্রী তেমনই আবার তাঁর আরও একটি পরিচয় আছে। তিনি হলেন মহানায়িকা সুচিত্রা সেনের মেয়ে। এককালে সুন্দরী নায়িকা বললেই তাঁর নাম থাকত তালিকায় সবার উপরে। যেহেতু তাঁর মা টালিগঞ্জের অন্যতম সেরা অভিনেত্রী তাই সকলে ধরেই নিয়েছিলেন অভিনয় ক্ষমতা তাঁর মধ্যে জন্মগত। তবে শুধু অভিনয় নয় নায়িকা যে দারুণ ছবি আঁকতে পারেন সে কথা অনেকেরই জানা নেই।

শেষে ছারপোকার জন্য জীবনের বড় সুযোগ হাতছাড়া হয়েছিল মুনমুন সেনের! কী ঘটেছিল?
| Edited By: | Updated on: Sep 13, 2024 | 3:14 PM
Share

মুনমুন সেন এক দিকে যেমন অভিনেত্রী তেমনই আবার তাঁর আরও একটি পরিচয় আছে। তিনি হলেন মহানায়িকা সুচিত্রা সেনের মেয়ে। এককালে সুন্দরী নায়িকা বললেই তাঁর নাম থাকত তালিকায় সবার উপরে। যেহেতু তাঁর মা টালিগঞ্জের অন্যতম সেরা অভিনেত্রী তাই সকলে ধরেই নিয়েছিলেন অভিনয় ক্ষমতা তাঁর মধ্যে জন্মগত। তবে শুধু অভিনয় নয় নায়িকা যে দারুণ ছবি আঁকতে পারেন সে কথা অনেকেরই জানা নেই। বেশ অনেকগুলো বছর আগে পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঞ্চালিত ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’ অনুষ্ঠানে এসেছিলেন অভিনেত্রী অতিথি হিসাবে।

অনুষ্ঠানে এসে নিজের পরিবার, মা-বাবা, ঠাকুরদা, তাঁর ছোটবেলার কথা গল্প করেছিলেন। সেখানেই উঠে আসে নায়িকার ছবি আঁকার শখের কথা। এমনকি মেয়ে রাইমা সেন এবং রিয়া সেনেকে তাঁদের ছবির জন্য অনেক সময় শাড়িও বেছে দিয়েছেন মুনমুন। ইন্ডাস্ট্রির অন্দরের অনেকেই জানেন যে অভিনেত্রীর একটা সৃজনশীল সত্ত্বা রয়েছে। মুনমুন জানিয়েছিলেন ছোটবেলায় পরিতোষ সেনে কাছে আঁকা শেখার কথা ছিল। কিন্তু কালেচক্রে সেটা হয়নি। তবে ছোটবেলা থেকেই আঁকার প্রতি ঝোঁক থাকার জন্য তাঁকে ভর্তি করানো হয়েছিল আর এক বিখ্যাত অঙ্কনশিল্পীর কাছে।

মুনমুন বলেন, “আমি ছোটবেলায় যামিনী রায়ের কাছে আঁকা শিখেছি। কিন্তু খুব বেশি দিন শিখতে পারিনি। কারণ,ওখানে আমায় খুব ছারপোকা কামড়াতো যেখানে বসতাম। তাই কান্নাকাটি করে চলে এসেছিলাম। তার পর আর যাওয়া হয়নি।” মা-বাবার একটিই মেয়ে হিসাবে অনেকটা আদুরেও ছিলেন প্রবীণ অভিনেত্রী। বোর্ডিং স্কুলে থেকেই পড়াশোনা করেছিলেন অভিনেত্রী। তাই বড় হয়ে ওঠাও আর পাঁচ সাধারণের চেয়ে একটু অন্যরকম। বেশ অনেকগুলো সিনেমায় নায়িকা হিসাবে দেখা গিয়েছিল তাঁকে। পরে অবশ্য দুই মেয়েকে বড় করে তুলতেই অনেকটা সময় কেটে যায় তাঁর। মুনমুনের দুই মেয়ে রাইমা এবং রিয়া দুজনেই কলকাতা এবং মুম্বই দুই জায়গায় জনপ্রিয় মুখ।