‘অকালে প্রেগন্যান্ট হয়ে যাচ্ছে ওরা…’, ঝাঁঝালো প্রশ্ন কণীনিকার
Koneenica Banerjee: কিছু দিন পরেই মুক্তি পাবে 'কন্যাশ্রী ' প্রকল্পের আধারে তৈরি কণীনিকা বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি 'সুকন্যা'। যে ছবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ইতিমধ্য়েই প্রকাশ্যে এসেছে ছবির ট্র্রেলার। ছবির প্রচার করতে গিয়ে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভিনেত্রী।
কিছু দিন পরেই মুক্তি পাবে ‘কন্যাশ্রী ‘ প্রকল্পের আধারে তৈরি কণীনিকা বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি ‘সুকন্যা’। যে ছবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ইতিমধ্য়েই প্রকাশ্যে এসেছে ছবির ট্র্রেলার। যেখানে দেখা গিয়েছে সরু পাড়ের সাদা শাড়িতে অভিনত্রী। মাননীয়ার সঙ্গে অনেকেই মিল খুঁজে পেয়েছেন। ছবির কথা উঠলেই সরকারি অনেক প্রকল্পের কথাই উঠে আসছে। সম্প্রতি সাক্ষাত্কারে কন্যাশ্রী প্রকল্প নিয়ে নিজের মতামত স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন কণীনিকা। যদিও তাঁর জীবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অন্য জায়গা। তিনি বলেন,”দিদিই আমাদের আগ্নেয়গিরি হতে শিখিয়েছেন।” কিন্তু আরজি কর কাণ্ডে মাননীয়ার ব্যবহার যে তাঁর একেবারেই ভাল লাগেনি তা তিনি হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন।
কথা বলতে বলতে কন্যাশ্রী প্রকল্পের প্রসঙ্গে অভিনেত্রী বললেন, “আমরা যে দিকে এগোচ্ছি তাতে যে খুব একটা ভাল ফল পাবো তেমনটা নয়। আমার মেয়ের ভবিষ্যত্ নিয়ে আমি খুবই চিন্তিত। এই কন্যাশ্রী প্রকল্প হচ্ছে। তার যেমন পজিটিভ দিক আছে তেমনই আছে নেগেটিভ দিকও। এই যে কন্যাশ্রী প্রকল্পে যে টাকাটা সেটা কি আদৌ সঠিক জায়গায় যাচ্ছে!যাঁরা কন্যাশ্রী পাচ্ছে তারা কি আদৌ পড়াশোনা করছে সেই টাকাটা নিয়ে? সত্যিই কি দেখা হয় টাকা পেয়ে বাচ্চা মেয়েগুলো কী করছে? তারা অকালে প্রেগন্যান্ট হচ্ছে। জানেও না কোনটা কী বিষয়। আমাদের শিক্ষায় সেক্স এডুকেশন নেই। এই প্রশ্নগুলো আমার আছে।” ছবিতে প্রাথমিক ভাবে কোনও রাজনৈতিক দলের রঙ দেখা গেলেও অভিনেত্রী নিজের গায়ে রাজনীতির রঙ লাগাতে নারাজ।