দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার উদঘাটন, উপস্থিত প্রসেনজিৎ-দেব-জিৎ-নচিকেতারা
সকলেই এখন সেই বিশেষ মুহূর্তের অপেক্ষায়, কখন এই মন্দিরের দরজা সকলের জন্যে খুলে যাবে। আর কয়েকঘণ্টা। তারপরই অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির। এই উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘাতেই রয়েছেন।

দিঘার নীল সমুদ্রের পাশে আজ রাজকীয় আয়োজন। অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন। মঙ্গলবার মহাযজ্ঞ দিয়ে শুরু হয় আচার অনুষ্ঠান। আর বুধবার মন্দিরের দ্বারোদ্ঘাটন। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকছেন অনেকেই। মঙ্গলবার দিঘায় পৌঁছে গিয়েছে বিশেষ অতিথিরা। তালিকা থেকে বাদ পড়েননি টলিপাড়ার তারকারা। বুধবার সকাল থেকে ভক্তিগীতিতে ভরে উঠেছে দর্শনার্থীদের মন। কখনও ইমন চক্রবর্তী, কখনও ইন্দ্রনীল সেন গান ধরছেন ঈশ্বরের উদ্দেশ্যে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন টলিউডের একঝাঁক তারকা— প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, ভিভান ঘোষ, লাভলি মৈত্র প্রমুখ। মঞ্চ মাতাচ্ছেন নচিকেতা চক্রবর্তী ও অদিতি মুন্সির মতো শিল্পীরা। আছেন কবি, সাহিত্যিক, ক্রীড়াবিদ এবং শিল্প-সংস্কৃতির বহু বিশিষ্টজন।
সকলে এখন সেই বিশেষ মুহূর্তের অপেক্ষায়, কখন এই মন্দিরের দরজা সকলের জন্যে খুলে যাবে। আর কয়েক ঘণ্টা। তারপর অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির। এই উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘাতেই রয়েছেন। মঙ্গলবার দুপুরে তিনি যোগ দেন মহাযজ্ঞে।
এ দিন পূর্ণাহুতির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”সমস্ত ধর্ম-বর্ণের মানুষ এসেছেন এখানে। প্রত্যেকেই আমাদের অতিথি। ধর্ম কখনও মুখে প্রচার করে হয় না। ধর্মে হৃদয় ছুঁয়ে যাওয়ার জিনিস। মা-মাটি-মানুষ ভাল থাকলে আমি ভাল থাকব। তাই সকলের হয়ে প্রার্থনা করছি।” মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বুধবার বেলা আড়াইটে থেকে অনুষ্ঠান। তিনটে নাগাদ হবে দ্বার উদঘাটন। এর কিছু পরে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
