অসুস্থ অরুণ রায়, তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে
Arun Roy: এখন তাঁর শরীরের অবস্থা কেমন এই বিষয় কোনও খবর মেলেনি। সেপ্টেম্বরে দ্বিতীয় কেমো নেওয়ার পর টিভিনাইন বাংলাকে পরিচালক জানিয়েছিলেন, একেবারেই নিজেকে অসুস্থ মনে হচ্ছে না তাঁর। এমনকি কেমো নেওয়ার পরও অসুবিধে হয়নি।
ক্যানসারে আক্রান্ত পরিচালক অরুণ রায়। এ খবর আগেই জানা গিয়েছিল। প্রথম থেকেই অকুতোভয় তিনি। চলছে কেমো-রেডিয়েশন। সম্প্রতি দ্বিতীয় কেমোও নিয়ে ফেলেছেন তিনি সেপ্টেম্বর ২০২৩। বর্তমানে আবারও অসুস্থ পরিচালক। তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে। সূত্রের খবর আরজি কর মেডিকেল কলেজে ভর্তি তিনি। তবে এখন তাঁর শরীরের অবস্থা কেমন এই বিষয় কোনও খবর মেলেনি। সেপ্টেম্বরে দ্বিতীয় কেমো নেওয়ার পর টিভিনাইন বাংলাকে পরিচালক জানিয়েছিলেন, একেবারেই নিজেকে অসুস্থ মনে হচ্ছে না তাঁর। এমনকি কেমো নেওয়ার পরও অসুবিধে হয়নি।
তখনও অনেকগুলো কেমোই বাকি ছিল তাঁর। একই সঙ্গে চলেছে রেডিয়েশনও। তাঁর কথায়, “কেমো নেওয়ার পর যে সব বমি ভাব হয়। সে সব হয়নি কিছুই। আমি যে অসুস্থ তা কিন্তু মোটেও মনে হচ্ছে না।” এর পরেই খানিক রসিকতা করেই তিনি বলেছিলেন, “আমার কাজ ছবি তৈরি করা। আমি যদি নিজের অসুখ নিয়ে চিন্তা করে যাই তবে চিকিৎসকরা কী করবেন। তাঁরা আছেন চিন্তা করার জন্য। তাই ওটা ওঁদের উপরেই ছেড়ে দিয়েছি।” তখন কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে চিকিৎসা চলছে তাঁর। তা নিয়েই তিনি হাজির হয়েছিলেন তাঁর আগামী ছবি ‘বাঘাযতীন’-এর টিজার লঞ্চে। গত বছর পুজোতেই মুক্তি পায় দেব অভিনীত ছবিটি।