Anindya Chattopadhyay: কার ব্যাগ থেকে একশো টাকা নিয়ে ‘চোর’ অপবাদ পেয়েছিলেন অনিন্দ্য?
আজ থেকে ঠিক দশ বছর আগে মাকে হারিয়েছিলেন অনিন্দ্য। ১৮ সেপ্টেম্বর ২০১১ সাল। মা নেই সেই থেকে। কিন্তু প্রতিটা মুহূর্ত মাকে মিস করে চলেন তিনি।

১০ বছর আগের কথা। এখনও বুকের ভিতরটি ছ্যাদ করে ওঠে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের। চোখের সামনে ভেসে আসে অনেক স্মৃতি। এই স্মৃতি যে কোনওদিনও মোছার নয়। কোনওদিনও হারিয়ে যাওয়ারও নয়। মায়ের জায়গা কি কেউ নিতে পারে? পারে না বোধহয়…
আজ থেকে ঠিক দশ বছর আগে মাকে হারিয়েছিলেন অনিন্দ্য। ১৮ সেপ্টেম্বর ২০১১ সাল। মা নেই সেই থেকে। কিন্তু প্রতিটা মুহূর্ত মাকে মিস করে চলেন তিনি। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন অনিন্দ্য। মাকে নিয়ে লেখা দারুণ একটা পোস্ট। লিখেছেন,
মাস খানেক আগে বাইপাসে দুর্ঘটনার কবলে পড়েছিলেন অনিন্দ্য। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি পোস্টও শেয়ার করেছেন অভিনেতা। জানিয়েছেন, শরীরের নিচের অংশের ট্যিসু ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর। কিছুদিন শুটিং করতে পারবেন না অভিনেতা। কিছু মানুষকে পাশেও পেয়েছেন এই বিপদের সময়। ধন্যবাদ জানিয়েছেন তাঁদের।
