Anil Chattopadhyay and Rahul: রাহুলের সঙ্গে মিল রয়েছে অনিল চট্টোপাধ্যায়ের! অভিজ্ঞান পত্র দেখালেন অভিনেতা…

‘অযান্ত্রিক’, ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’, ‘কাঞ্চনজঙ্ঘা’র মতো ছবিতে তাঁর অভিনয় দর্শককে মুগ্ধ করেছেন অনিল চট্টোপাধ্যায়।

Anil Chattopadhyay and Rahul: রাহুলের সঙ্গে মিল রয়েছে অনিল চট্টোপাধ্যায়ের! অভিজ্ঞান পত্র দেখালেন অভিনেতা...
অনিল-রাহুল।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2021 | 12:49 PM

অনিল চট্টোপাধ্যায়। সহজ অভিনয়। স্মিত হাসি। সরল অভিব্যক্তি। অভিনয়ের এত গুণের কারণে সত্যজিৎ রায়, তপন সিংহ এবং ঋত্বিক ঘটকের মতো খ্যাতনামা পরিচালকদের চোখে পড়েছিলেন অনিল। ‘অযান্ত্রিক’, ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’, ‘কাঞ্চনজঙ্ঘা’র মতো ছবিতে তাঁর অভিনয় দর্শককে মুগ্ধ করেছেন। ১৭ মার্চ ১৯৯৬ সালে পরলোক গমন করেন অভিনেতা। মৃত্যুর এতগুলো বছর পরেও বারবার তাঁর অভিনয়ের কথা উঠে এসেছে কোনও বৈঠকে বা আড্ডায়।

আবার অনেকে এও মনে করেন অনিল চট্টোপাধ্যায়ের সঙ্গে নাকি তাঁরা মিল খুঁজে পান এখনকার অভিনেতা রাহুলের সঙ্গে। অভিনয়ের তো বটেই মুখের মিলও নাকি রয়েছে খানিক। আজ রাহুলের ফেসবুক পোস্টে অনিল চট্টোপাধ্যায়ের সঙ্গে এক যোগসূত্রের কথা শেয়ার করলেন এক অভিজ্ঞান পত্রের মাধ্যমে। ১৯৯৪ সালে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ১৫ লম্বর ওয়ার্ড ইউনিট কমিটি আয়োজিত পথ-নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রাহুল। তখন রাহুলের বয়স এগারো কি বারো।

 

 

সেই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন স্বয়ং অনিল চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের অভিজ্ঞান পত্রে সইও রয়েছেন প্রবাদপ্রতিম অভিনেতার। রাহুল পত্রের ছবি পোস্ট করে লেখেন, ‘অনেকেই বলেন আমার সাথে অনিল চট্টোপাধ্যায় এর মিল আছে…আমার শৈশবে পাওয়া শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার অনিলবাবুর হাত থেকে নেওয়া…বিশেষ অতিথির সই ও ওঁর করা…’

 

আরও পড়ুন Oscar 2021: একতা কাপুর, বিদ্যা বালনরা পেলেন অস্কারের নিমন্ত্রণ, আর কারা হাঁটবেন রেড কার্পেটে?