বাবাকে মিস করেন অভিনেত্রী পার্নো মিত্র। অনেক বছর হল না ফেরার দেশে চলে গিয়েছেন তাঁর বাবা। ইনস্টাগ্রামে বাবার উদ্দেশ্যে হৃদয় নিংড়ে খোলা চিঠি লিখেছেন অভিনেত্রী। বাবার একটি ছবিও শেয়ার করেছেন পার্নো।
পার্নো লিখেছেন, “আমি অনেককিছু বাবাকে বলে উঠতে পারিনি। উনি একজন অসাধারণ ডাক্তার ছিলেন। দারুণ সহকর্মী ছিলেন। ভাল বাবা ছিলেন। সহানুভূতিশীল একজন মানুষ ছিলেন। শান্ত ছিলেন। বই পড়তে ভালবাসতেন। খুব মজা করতেন। সেন্স অফ হিউমার ভাল ছিল বাবার। অনেকেই সেই হিউমার ধরতে পারতেন না। কিন্তু আমি খুব হাসতাম। অনেক দিন হয়ে গিয়েছে, বাবা না ফেরার দেশে চলে গিয়েছেন। কিন্তু আমি আজও ‘তুমি ডিনার করেছ’ ফোন কলগুলো মিস করি। যত দেরি করেই বাড়ি ঢুকি না কেন, গেটের বাইরে মানুষটা দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করতেন, ‘তোমার দিন কেমন ?কেটেছে?’ আমাকে জড়িয়ে ধরে বলতেন, ‘আমি তোমার জন্য খুবই গর্বিত’। বাবার চোখ দেখে বুঝতে পারতাম আমার সিনেমা দেখে তিনি আমার প্রশংসাই করছেন। আমি মিস করি বাবার আমাকে ‘ঘুমিয়ে পড়ো’ বলাকে। পুজোর অঞ্জলী দিতে জোর করে নিয়ে যাওয়াকে। আমাকে বাবার ‘নানি’ ডাক মিস করি। বাবা সবসময় বলতেন নিজেই নিজের রক্ষাকর্তা হয়ে ওঠো। আমি বলতে চাই, আমি বাবাকে মিস করি। আমি যে কথা কোনওদিনও বলতে পারিনি – বাবা তোমার মেয়ে হওয়া আমার কাছে গর্বের ব্যাপার। পরজন্ম বলে যদি কিছু থাকে, আমি আবার তোমার মেয়ে হয়েই জন্মাতে চাই, তোমাকেই আমার বাবা হিসেবে পেতে চাই। তোমার সঙ্গে দেখা হবে আবার। যেখানেই থাক ভাল থাকোয। তোমার মেয়ে তোমাকে খুব মিস করে।”
এই পোস্ট মন ছুঁয়েছে বহু তারকার। অবীর চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক থেকে শুরু করে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও কমেন্ট করেছেন। পোস্ট করেছেন ইমোটিকন।
২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির পার্থী হিসেবে বরাহনগর থেকে ভোটে দাঁড়িয়েছিলেন পার্নো। প্রচারের সময় তাঁর উপর হামলাও হয়েছিল। অনেক কসরত করে প্রচার সেরেছিলেন অভিনেত্রী। কিন্তু ভাগ্য সহায় হয়নি। ভোটে হেরে যান। করোনা আক্রান্ত হওয়ার কারণে ভোটও দিতে পারেননি তিনি।
টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন পার্নো। রবি ওঝা প্রযোজিত ‘খেলা’ ধারাবাহিকের হাত ধরে অভিনয়ে পদার্পণ করেন তিনি। সেটা ছিল ২০০৭ সাল। চরিত্রের নাম ছিল ইন্দ্রা। রবি ওঝার আরও একটি ধারাবাহিকে কাজ করেন পার্নো – ‘মোহনা’। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। ‘সময়’ ধারাবাহিকে আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন।
অঞ্জন দত্তর ‘রঞ্জনা আমি আর আসব না’ ছবিতেই পার্নোর বড় পর্দায় ডেবিউ হয়। সেরা বাংলা ছবি, সেরা সঙ্গীত ও স্পেশ্যাল জুরির জন্য তিনটি জাতীয় পুরস্কার জেতে ছবিটি। একটি সাক্ষাৎকারে পার্নো বলেছেন, “প্রত্যেকটি ছবি একজন অভিনেতাকে অন্তর থেকে বদলে দেয়। তাই নিজেকে উন্নত করতে চাইলে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করো। রঞ্জনা করার পর একজন অভিনেতা হিসেবে আমার দায়িত্ব অনেকখানি বেড়ে গিয়েছিল। আমি যা চেয়েছিলাম তাই পেয়েছিলাম। অভিনেতা হিসেবে বড় হয়েছি।”
কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘অপুর পাঁচালী’তে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে কাস্ট করা হয়েছিল পার্নোকে। ইফিতে (ভারতের আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল) বাহবা কুড়িছিল সেই ছবি। তারপর ‘বেডরুম’, ‘আমি আর আমার গার্ল ফ্রেন্ডস’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘একলা আকাশ’-এর মতো ছবিতে কাজ করেছেন। ২০১৫ সালে তাঁর তিনটি ছবি মুক্তি পেয়েছিল – ‘রাজকাহিনি’, ‘ভীতু’ ও ‘গ্ল্যামার’। শুধু এপারের বাংলাতেই নয়, ওপারের বাংলা, অর্থাৎ বাংলাদেশের পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন পার্নো। মুস্তাফা সারওয়ার ফারুকির ছবি ‘ডুব’-এ প্রয়াত অভিনেতা ইরফান খানের সঙ্গে কাজ করেছিলেন। ২০১৮ সালে অনির্বাণ ভট্টাচার্যর সঙ্গে অভিনয় করেছেন ‘আলিনগরের গোলকধাঁধা’-এ।
রাজ চক্রবর্তী পরিচালিত ‘ধর্মযুদ্ধ’-এ দেখা যাবে পার্নোকে। সেই ছবিতে অভিনয় করেছেন সদ্য প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সোহম চক্রবর্তীর মতো তারকারা। ইসমাইলপুরের দাঙ্গার গল্প বলবে সেই ছবি। করোনা না থাকলে অনেকদিন আগেই মুক্তি পেত ‘ধর্মযুদ্ধ’।
আরও পড়ুন: Bijaya Dashami 2021: চোখের জলে মাকে বিদায় পাওলির, সিঁদুর খেলায় খামতি রাখেননি অভিনেত্রী
আরও পড়ুন: Durga Puja 2021: মায়ের সঙ্গে ধুনুচি নাচে মাতলেন মিমি, নবমীর সেরা উপহার বলছেন অনেকে
আরও পড়ুন: Durga Puja 2021: প্যান্ডেলে হলুদ পাঞ্জাবীতে ইউভান, তাকে কী শেখালেন শুভশ্রী?