Sreelekha Mitra: বাংলাদেশ থেকে তিন কিলো ওজন বাড়িয়ে এসেছেন শ্রীলেখা; তারপর বললেন…
Bangladesh: বাংলাদেশের আতিথেয়তা সম্পর্কে কমবেশি জানেন সকলেই। সেখানকার মানুষ যেমন ভাল রান্না করেন, তেমনই ভাল আপ্যায়ন করেন। ওজন বাড়া তাই আমবাত। ফলে ওজন বেড়েছে শ্রীলেখারও।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে বাংলাদেশে ঘুরে এলেন বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বাংলাদেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন আমন্ত্রণ পেয়ে। সেখানে দেখানো হয়েছে তাঁর পরিচালনায় তৈরি প্রথম ছবি ‘এবং ছাদ’। এই ছবি ডাক পায়নি কিছুদিন আগে আয়োজিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ফেসবুকে এসে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলে শ্রীলেখা। করেছিলেন দুঃখপ্রকাশও। তবে বাংলাদেশ তাঁকে নিরাশ করেনি।
ওপার বাংলার মেয়ে শ্রীলেখা। জন্ম কলকাতায় হলেও, বাবা ছিলেন বাংলাদেশের মানুষই। সেখানেই জন্মেছিলেন তিনি। দেশভাগের পর এদেশে চলে আসেন। বাবার মুখে বাংলাদেশের অনেক গল্প শুনেছেন শ্রীলেখা। তাই শিকড়ের প্রতি বরাবরই টান রয়েছে তাঁর। বাংলাদেশে তাঁর যাওয়া, থাকা, কাটানো প্রত্যেকটি মুহূর্তই ফেসবুকে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী।
সেই বাংলাদেশেই তাঁর ২০ বছরের পুরনো বন্ধুর সঙ্গে ফের অনেকটা সময় কাটালেন অভিনেত্রী। তাঁর সঙ্গে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন শ্রীলেখা। তাঁর সেই বন্ধুর নাম রুমনা ইসলাম মুক্তি। শ্রীলেখাকে ভালমন্দ খাইয়েছেন রুমনা। এত ভাল-ভাল রান্না খেয়ে তিন কিলো ওজনও বাড়িয়ে ফেলেছেন শ্রীলেখা। মাথায় হিজাব পরে ছবিও পোস্ট করেছেন তিনি। আর ফেসবুকে লিখেছেন, “বাংলাদেশ হ্যাংওভার বেশি না তিন কিলো বারসে। এটা রুমনা ইসলাম করসে।”
বাংলাদেশের আতিথেয়তা সম্পর্কে কমবেশি জানেন সকলেই। সেখানকার মানুষ যেমন ভাল রান্না করেন, তেমনই ভাল আপ্যায়ন করেন। ওজন বাড়া তাই আমবাত। ফলে ওজন বেড়েছে শ্রীলেখারও।