Sreelekha Mitra: শ্রীলেখাকে দেখতে ‘কুকুরের মতো’, কে শোনালেন এমন কথা?
Sreelekha Mitra: অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে নাকি দেখতে কুকুরের মতোই। এমন একটি কথা তাঁকে বলেছেন স্বয়ং কন্যা। শ্রীলেখার বাড়িতে রয়েছে অনেক পোষ্য। তিনটি ইন্ডি (উদ্ধার হওয়া পথ কুকুর) প্রজাতির সারমেয়। একটি বিগল এবং একটি হুলো বিড়াল। মানুষের সঙ্গে না, এদের সঙ্গে সময় কাটাতেই বেশি ভালবাসেন শ্রীলেখা। দিনের পর-দিন কুকুর-বিড়ালদের সঙ্গে থেকেই কি তিনি ওদের মতো দেখতে হয়ে যাচ্ছেন!
‘তোমাকে কুকুরের মতো দেখতে’, কথাটা কোনও মানুষকে বললে তিনি হয়তো রেগে যেতে পারেন। কিন্তু পশুপ্রেমীরা এই সমস্ত মন্তব্যে ক্ষুব্ধ হন না। বরং তাঁরা আনন্দিত হন। যেমনটা হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সম্প্রতি তাঁর প্রিয় পোষ্য করণের (কর্ণ) সঙ্গে ছবি পোস্ট করেছেন শ্রীলেখা। যে-সে ছবি নয়, রীতিমতো ফটোশুট করে তোলা ছবি। সেখানে শ্রীলেখা এবং করণ সেজেছেন মানানসইভাবে। তা দেখেই শ্রীলেখার কন্যা ঐশী তাঁকে বলেছেন, “তাঁকে করণের মতোই দেখতে”।
শ্রীলেখার বাড়িময় ওরাই থাকে–চারজন কুকুর এবং একটি হুলো বিড়াল। কুকুরদের মধ্যে তিনটিকে উদ্ধার করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বিড়ালটিকেও বাঁচিয়ে নিয়ে এসেছেন নিজের কাছে। একটি মাত্র বিদেশি বিগল প্রজাতির সারমেয় আছে তাঁর বাড়িতে। এই বাচ্চাদের নিয়ে দিব্যি কেটে যাচ্ছে শ্রীলেখার। কুকুর-বিড়াল একসঙ্গে থাকতে পারে না, এমন একটা ভ্রান্ত ধারণা আছে অনেকের। কিন্তু শ্রীলেখার বাড়িতে সকলে মিলেমিশেই থাকছে। যদিও শ্রীলেখার সবচেয়ে কাছের সন্তান করণের সঙ্গে হুলো মিঁয়া সাহেবের বন্ধুত্ব হতে সময় লাগছে।
করণ, যাঁর সঙ্গে ফটোশুট করেছেন শ্রীলেখা, তাঁকে অন্য দুই ইন্ডি (পথ কুকুর) পোষ্য আদর এবং নেকুর মতোই উদ্ধার করে দত্তক নিয়েছেন শ্রীলেখা। বিগল চিন্তামণি আগে থেকেই শ্রীলেখার কাছে ছিল। সে বাকিদের কাছে অনেকটা বড়দার মতো। সবকিছু দেখে রাখে ‘চিন্তু’। কিন্তু সবার মধ্যে যে পোষ্য শ্রীলেখাকে সবচেয়ে বেশি ভালবাসে, সে করণ। মিঁয়ার আসার পর সে শ্রীলেখার উপর খানিক রেগে। নিজের ভালবাসার জায়গা মিঁয়াকে কিছুতেই ছাড়তে চায় না সে। দলে সেই রাজা।
সেই করণকে সাজিয়ে-গুছিয়ে ছবি তুলেছেন শ্রীলেখা। নিজে চশমা পরেছেন, করণকেও পরিয়েছেন। ভাবখানা দু’জনের একই রকম। দেখতেও লাগছে একই রকম।