Sreelekha Mitra: ‘১২ বছরের অসহায় মেয়েটার পাশে দাঁড়ালে আপনাদের সম্পর্কে কথা দিচ্ছি ভাল কথা লিখব,’ কোন বিষয়ে কাদের বললেন শ্রীলেখা?
Sreelekha Mitra: ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট হয়েছে শ্রীলেখার অ্যাকাউন্টে। সেই ভিডিয়োতেই তাঁকে বলতে শোনা যায় এই কথাগুলো।
এক বারো বছরের বালিকা দেবস্মিতার জন্য লড়াই করছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দেবস্মিতা একটি বিরল রোগে আক্রান্ত। রোগটির নামও খুব একটা পরিচিত নয় – ‘স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি’। এই রোগের কারণে বালিকার শিরদাঁড়ার স্নায়ু নষ্ট হয়ে গিয়েছে। এবং সেই কারণে শরীরের অন্যান্য পেশী ধীরে-ধীরে কার্য ক্ষমতা হারাচ্ছে। দেবস্মিতা ২৪ ঘণ্টাই হুইলচেয়ারে বন্দি এই মুহূর্তে। সে লেখাপড়ায় খুব ভাল। চিকিৎসার জন্য ভারত সরকার অনুমোদিত একমাত্র রিসডিপাম/ইভরিসডি (Risdipalm/Evrysi) ওষুধটিই তাকে বাঁচিয়ে রাখতে পারে। এই ওষুধের খরচ বছরে প্রায় ৭০ লাখ টাকা।
এই বিরল ওষুধের খরচ তোলার জন্য সকলের কাছে সাহায্য়ে চেয়েছেন শ্রীলেখা। ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট হয়েছে তাঁর অ্যাকাউন্টে, যেটি তিনি নিজেও শেয়ার করেছেন। এবং সেই ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, “দেবস্মিতার বাবা-মাকে এই ওষুধের যোগান রাখতে হবে ওকে বাঁচিয়ে রাখার জন্য। আমরা তো দেখলাম, অনেক নেতা-মন্ত্রীর ঘর থেকে অনেক টাকা পাওয়া গিয়েছে। আমাদের এখানে অনেক উৎসব হচ্ছে, অনেক কিছু হচ্ছে, খুবই ভাল কথা। আমার কথায় কতটা কাজ হবে জানি না। এবং তাঁদের কানে এই কথাগুলো পৌঁছবে কিনা তাও জানি না। আমি তো অনেকরকম পোস্ট করি। আপনারা, নেতা-মন্ত্রীর, ক্ষমতাবান লোকজনেরা যদি এই বাচ্চাটার সাহায্য়ের জন্যে একটু এগিয়ে আসেন, তা হলে কথা দিচ্ছি আপনাদের জন্যে ভাল-ভাল কিছু কথা লিখে পোস্ট করব…”
নিজের পোষ্য, অসহায় প্রাণী, অসহায় মানুষের পাশে থাকেন শ্রীলেখা। স্পষ্ট কথা বলেন। রাখঢাক করেন না। এগুলো তাঁর সহজাত গুণ। আর সেই কারণেই তিনি সকলের মনে জায়গা করে নিয়েছেন। আপাতত তাঁর প্রার্থনা দেবস্মিতার জন্য।