Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tolly Gossip: সোহিনীর সঙ্গে কান-ফিসফিস, ‘কামুক’ তকমা জুটতেই তেড়ে এল অনির্বাণ-বাহিনী!

Tolly Gossip: তিনি ওয়েব সিরিজ়ের ‘সত্যান্বেষী’। তবে পর্দার ‘সত্য’র সঙ্গে তাঁর বাস্তবের আচরণ ঘিরে এবার ‘দুর্গ’ নয়, যেন ঘনিয়ে উঠতে শুরু করেছে অন্য কোনও ‘রহস্য’। তবে সেই রহস্যের কিনারা কিছু হোক না হোক, ‘সত্যান্বেষী’র বিরুদ্ধে সরাসরি উঠেছে ‘কামুক’ হয়ে ওঠার অভিযোগ।

Tolly Gossip: সোহিনীর সঙ্গে কান-ফিসফিস, 'কামুক' তকমা জুটতেই তেড়ে এল অনির্বাণ-বাহিনী!
সোহিনী-অনির্বাণ।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 4:15 PM

তিনি ওয়েব সিরিজ়ের ‘সত্যান্বেষী’। তবে পর্দার ‘সত্য’র সঙ্গে তাঁর বাস্তবের আচরণ ঘিরে এবার ‘দুর্গ’ নয়, যেন ঘনিয়ে উঠতে শুরু করেছে অন্য কোনও ‘রহস্য’। তবে সেই রহস্যের কিনারা কিছু হোক না হোক, ‘সত্যান্বেষী’র বিরুদ্ধে সরাসরি উঠেছে ‘কামুক’ হয়ে ওঠার অভিযোগ। অভিযোগের পাল্টা জবাব দিতে ‘সত্যান্বেষী’র ভক্তকূলও এক হাত নিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘রহস্য’-উন্মোচনের পরিবর্তে সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশন যেন পরিণত হয়ে উঠল ওয়ার জ়োন-এ। তবে ‘ভালমন্দ যাহাই ঘটুক’, ‘সত্য’র সঙ্গে ‘সত্যান্বেষী’র সাম্প্রতিক এই রসায়নের গভীরতা যে খুব ‘সহজে’ নেটিজ়েনদের একাংশ গ্রহণ করছে না, তা একপ্রকার স্পষ্ট কমেন্ট সেকশনে একে-অপরের প্রতি কাদা-ছোড়াছুড়ির ঘটনায়। কাদের নিয়ে কথা হচ্ছে, তা যদি এতক্ষণে বুঝে গিয়ে থাকেন, তাহলেও ‘নো পয়েন্ট ফর গেসিং’। কথা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনী সরকারকে নিয়ে।

প্রথম জনের ঘর ‘ভাঙা’র গুঞ্জনে সম্প্রতি সোশ্যাল মিডিয়া হয়েছে চঞ্চল। অন্য দিকে, সোহিনীর ব্রেক-আপ হয়েছে সদ্য। জীবন এসেছে ‘নতুন’ মানুষ, রটেছে তেমনটাই। অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনী সরকার—অনস্ক্রিন ব্যোমকেশ-সত্যবতীর রসায়ন এবার কি তাহলে অফ স্ক্রিনেও? কারণ ক্যামেরার সামনেই যে চলেছে অবিরাম কান-ফিসফিস। আর তা দেখেই তো ধেয়ে এসেছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে একের পর এক নেতিবাচক মন্তব্য। ‘ধীরে ধীরে কামুক হয়ে পড়ছেন অনির্বাণ’, ভেসে এসেছে এহেন মন্তব্যও! কী ভাবছেন, অনির্বাণ-বাহিনী ট্রোলের পাল্টা জবাব দেয়নি? নিরুত্তর থেকেছেন? মোটেও না। প্রিয় নায়ককে ‘কামুক’ ট্যাগ দিতেই রে-রে করে তেড়ে উঠলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্স হয়ে কার্যত যেন হয়ে উঠল রণভূমি।

সামনেই হইচই-এ স্ট্রিমিং শুরু হতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের ওয়েব কন্টেন্ট ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’-এর। ওই সিরিজে নাম ভূমিকায় অনির্বাণ, সত্যবতী সোহিনী। সিরিজকে কেন্দ্র করে এক প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়ক-নায়িকা। গাঢ় গোলাপি রঙা শাড়ি, স্লিভলেস ব্লাউজ, খোঁপায় জুঁইয়ের মালা, কাজলকালো চোখে সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সোহিনী। অনির্বাণ পরেছিলেন সাদা রঙের পাঞ্জাবি। আচমকাই সোহিণীকে ডেকে কানে-কানে কিছু বলতে দেখা যায় সৃজিতের ব্যোমকেশকে। কালো ফ্রেমের চশমায় ঘাড় নেড়ে তাতে সম্মতি জানাতে দেখা যায় নায়ককে। গজদাঁতের ফাঁক দিয়ে হাসি ঠিকরে পড়ে নায়িকারও। এই ভিডিয়ো ভাইরাল হতেই এসেছে নানাবিধ মন্তব্য। শুধু ‘কামুক’ই নয়, অনেকেই আবার করেছেন অন্য এক আর্জি। অনুরোধ করেছেন, তাঁরা যেন সত্যিকারের বিয়েটা সেরেই ফেলেন।

কিন্তু তা কী করে হয়? গুঞ্জন জানাচ্ছে, নায়িকার মন মজেছে এক গায়কে। ও দিকে, নায়কের ভাবগতিক বোঝা মুশকিল। ২০২০-র ২৫শে নভেম্বর করোনাবিধি মেনে মঞ্চের পরিচিত ব্যক্তিত্ব মধুরিমা গোস্বামীকে বিয়ে করেছিলেন অনির্বাণ। সম্প্রতি সৃজিতের এই ‘খোকা’কে কেন্দ্র করে টলিপাড়ায় গুঞ্জন: মধুরিমার সঙ্গে অনির্বাণের সম্পর্কে নাকি দূরত্ব বাড়ছে ক্রমশই। ব্যক্তিজীবন নিয়ে প্রশ্ন করলে বরাবরই অনির্বাণের উত্তর অনেকটা হয় ‘বাকিটা ব্যক্তিগত’র লাইন মেনে। অভিনেত্রী শাঁওলি চট্টোপাধ্যায় ও প্রতীক দত্তের বিয়ের অনুষ্ঠানে শেষবার জনসমক্ষে দেখা যায় অনির্বাণ-মধুরিমাকে। ‘কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া’র গায়ক অনির্বাণের সঙ্গে এক দশকেরও পুরনো প্রেম মধুরিমার। ‘হাতিবাগান সঙ্ঘারাম’-এ ‘‌হস্তগত’ আর ‘‌উদারনীতি’ বলে দু’‌টো নাটকে একসঙ্গে কাজও করেছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যায়ের এই দুই প্রাক্তনী। এসবের মাঝেই হঠাৎ ‘সত্য’ সৌহিনীর সঙ্গে ‘সত্যান্বেষী’ অনির্বাণের এই কান-ফিসফিসকে কেন্দ্র করে আপাতত সোশ্যাল মিডিয়ার দুই বাহিনী যথাক্রমে মজে এবং রেগেও।