Arpita Chatterjee: জন্মদিনে উইশ করার জন্য সকলের উদ্দেশে অর্পিতার আবেগপ্রবণ খোলা চিঠি

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 02, 2021 | 1:58 PM

যাঁদের উত্তর দিতে পারেননি, তাঁদের কথাও উল্লেখ করেছেন তাঁর খোলা চিঠিতে।

Arpita Chatterjee: জন্মদিনে উইশ করার জন্য সকলের উদ্দেশে অর্পিতার আবেগপ্রবণ খোলা চিঠি
অর্পিতা চট্টোপাধ্যায়

Follow Us

জন্মদিন সুখের একটি দিন। আনন্দ উৎযাপনের একটি দিন। এদিন সকলের থেকে ‘হ্যাপি বার্থ ডে’ কিংবা ‘শুভ জন্মদিন’ শুনতে কার না ভাল লাগে। ভাল লাগে অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়েরও। জন্মদিনে অনেক মানুষ তাঁকে উইশ করেছেন। তিনি প্রত্যেকের মেসেজ পড়েছেন। উত্তর দিয়েছেন। যাঁদের উত্তর দিতে পারেননি, তাঁদের কথাও উল্লেখ করেছেন তাঁর খোলা চিঠিতে। জন্মদিন কাটানোর পর একটি সুন্দর চিঠি লিখেছেন অর্পিতা। সেই চিঠি তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ার সর্বত্র।

সকলকে ধন্যবাদ জানিয়ে অর্পিতা লিখেছেন, “সকালে ঘুম থেকে উঠে যখন দেখি ভালবাসার মানুষ ও সমাজের বাকিরা ভাল কাজ করছেন, তখন মনে হয় দিনটা উৎযাপন করি। প্রতিবছরই আমার জন্মদিনকে বিশেষ কিছু মনে করতে চেষ্টা করি না। কিন্তু আমার বন্ধু, সহকর্মী ও ফ্যানরা তেমনটা আর ভাবতেই দেন না আমায়। টেক্সট বক্সের প্রতিটি মেসেজ, সোশ্যাল মিডিয়ার প্রতিটি মেসেজ আমাকে মনে করায় আমি কতখানি স্পেশ্যাল সকলের কাছে। বুঝতে পারি আমাকে সকলে কতখানি ভালবাসেন। তাই মনে হয় এই ভালবাসা, এই শুভেচ্ছাবার্তা বছরের পর বছর আমার কাছে আসুক। অনেককে হয়তো রিপ্লাই করা হয়নি। কিন্তু প্রত্যেকের মেসেজ, উইশ আমি পড়েছি এবং অন্তর থেকে অনুভব করেছি। হৃদয় থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনার ও আপনার পরিবারের সকলের জন্য শুভ কামনা করি…”

১৮ ও ১৯ সেপ্টেম্বর জি ডি বিড়লা সভাঘরে মঞ্চস্থ হয় অর্পিতা চট্টোপাধ্যায় অভিনীত ‘মাই নেম ইজ জান’ নাটকটি। পরিচালনার দায়িত্বে ছিলেন থিয়েটার পরিচালক অবন্তী চক্রবর্তী। মঞ্চে গওহর জানের জীবনকে তুলে ধরেন অর্পিতা। তাঁর পারফরম্যান্স উচ্চ প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন: মাই নেম ইজ জান: বাংলা নাটকের এক নতুন মোড়

আরও পড়ুন: Arpita: গান, নাচ, অভিনয়ে অনবদ্য অর্পি”তার ‘মাই নেম ইজ জান’

আরও পড়ুন: ক্লাসিক্যাল মিউজ়িকের সঙ্গে আমার যোগাযোগ, রেওয়াজ, তালিম… এই প্রজেক্টটার জন্য সেটা আবার আমার কাছে ফিরে এল: অর্পিতা চট্টোপাধ্যায়

Next Article