Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rituparna Sengupta: অনেকে বলেন আমার মধ্যে মায়া আছে: ঋতুপর্ণা সেনগুপ্ত

Mayakumari: সিনেমা জগৎকে নিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক অরিন্দম শীল। ছবি সম্পর্কে TV9 বাংলাকে কী বললেন ঋতুপর্ণা?

Rituparna Sengupta: অনেকে বলেন আমার মধ্যে মায়া আছে: ঋতুপর্ণা সেনগুপ্ত
ঋতুপর্ণা সেনগুপ্ত।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2023 | 8:16 PM

সুচরিতা দে

‘মায়াকুমারী’ মুক্তি পেয়েছে ১৩ জানুয়ারি, অর্থাৎ আজ। ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সিনেমা জগৎকে নিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক অরিন্দম শীল। ছবি সম্পর্কে TV9 বাংলাকে কী বললেন ঋতুপর্ণা?

তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, এই ‘মায়াকুমারী’ নামটার সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত কতখানি নিজের মিল খুঁজে পান? উত্তরে টলি-কুইন বলেছিলেন, “একটা কথা ঠিক, অনেকেই বলেন ঋতুপর্ণা সেনগুপ্তর মধ্যে অনেক মায়া আছে। সেখান থেকে মায়ার মিল। অন্যদিকে, বলা হয় ঋতু বদলায়, কিন্তু ঋতুপর্ণা বদলায় না। তা হলে ‘কুমারী’। এটাই আমার বিশ্লেষণ। এটাই করেছি। এটা কিন্তু পুরোটাই মজা করে বললাম। আমার মনে হয় আমরা প্রত্যেকেই একটা মায়ার মধ্যে, একটা বন্ধনের মধ্যে আছি।”

ঋতুপর্ণা যা বললেন:

১৯৪০ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। সেখানে অভিনেত্রী মায়াকুমারী একটি অদ্ভুত সেনসেশন তৈরি করেছিলেন। এবং সেই সেনসেশন অনেক যুগ ধরে প্রবাহিত হয়েছে। তাঁর সঙ্গে জুটি কাঁধেন কানন কুমার। তিনিও একজন বীভৎস মাপের স্টার। এবং এই দু’জনের জুটি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল। হঠাৎই মায়াকুমারী পর্দা থেকে চলে যান। কেন চলে যান, কী জন্য চলে যান, সেটা কিন্তু কেউই জানেন না। আমি বলতে চাই – প্রত্যেক অভিনেত্রীর জীবনেই এমনটা ঘটে এবং তাঁরা ভাবেন আর থাকব না।

এই ছবি দেখতে দেখতে কি সুচিত্রা সেনের কথা মনে পড়বে দর্শকের?

ঋতুপর্ণা বলেছেন, “হয়তো মনে পড়তেও পারে। কারণ, সুচিত্রা সেনও এক সময় সিলভার স্ক্রিন ছেড়ে চলে গিয়েছিলেন এবং তিনি আর কোনওভাবেই ফিরে আসতে চাননি। কেবল তাই নয়, তিনি লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন। কারও সামনেই আসতে চাননি।”