Rukmini Maitra: সুদূর তিরুপতির মন্দির থেকে এল রুক্মিণীর চুল, প্রাণপাত স্টাইলিস্টের
Rukmini Maitra: একটা ছবিকে জুড়ে থাকে শত মানুষের আবেগ। থাকে নিদ্রাহীন রাত, দিন-রাত এক করে ছবিকে সফল বানানোর মরিয়া প্রচেষ্টা। তেমনই এক ছবি ‘বিনোদিনী, একটি নটীর উপাখ্যান’।
একটা ছবিকে জুড়ে থাকে শত মানুষের আবেগ। থাকে নিদ্রাহীন রাত, দিন-রাত এক করে ছবিকে সফল বানানোর মরিয়া প্রচেষ্টা। তেমনই এক ছবি ‘বিনোদিনী, একটি নটীর উপাখ্যান’। পরিচালক রামকমল মুখোপাধ্যায়। প্রযোজনায় রামকমল ও দেব এন্টারটেনমেন্ট। বিনোদিনীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন রুক্মিণী মৈত্র, এ খবর আগেই জেনেছেন সকলে। তবে জানেন কি পর্দায় রুক্মিণীকে বিনোদিনী সাজাতে কম ঝক্কি পোহাতে হয়নি গোটা টিমকে। রুক্মিণীর চুলের দৈর্ঘ্য বিশেষ বড় নয়। অন্যদিকে বিনোদিনীর কেশরাজি নিয়ে চর্চা তো আজও চলছে। আর সেই কারণেই রুক্মিণীকে বিনোদিনী হিসেবে তুলে ধরতে নাকি সুদূর তিরুপতি থেকে আনা হয়েছে তাঁর চুল। হেয়ার স্টাইলিস্ট মৌসুমী ছেত্রীর কথায়, “ওর জন্য বড় চুলের দরকার ছিল। ও যেহেতু লম্বা তাই তিরুপতির মন্দির থেকে চুল আনা হয়। প্রায় ৪ ফিট লম্বা চুলের প্রয়োজন ছিল। রুক্মিণীর চুলের সঙ্গে যাতে সেই চুলের সাদৃশ্য থাকে সেটাও দেখা দরকার ছিল। চুলের সামনের দিক নিয়ে পড়েছিলাম মজা ঝামেলায়। আমরা জেল লাগাই। কিন্তু তাতেও লাভ হয় না। নারকেল তেল ব্যবহার করি, সেই যে কে সেই। বাধ্য হয়ে জল স্প্রে করে চুল ঠিক করেছিলাম আমরা।” অবশেষে সামনে এসেছে নটী রূপে তাঁর লুক, যা দেখে কিছুতেই চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা।
রুক্মিণী বিনোদিনী হলে, গিরীশ ঘোষ কে? এর আগেই জানা গিয়েছিল, পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে কিংবদন্তী নাট্যকারের চরিত্রে। এখানেই শেষ নয়। ছবিতে রয়েছে বলিউডি চমকও। বিনোদিনীর স্বামীর চরিত্রে দেখা যাবে অভিনেতা রাহুল বোসকে। চরিত্র নিয়ে উচ্ছ্বসিত তিনি। তাঁর কথায়, “রঙ্গবাবু এমনই একজন মানুষ যিনি বিনোদিনীর পাশে আজীবন ছিলেন। তাঁকে সত্যিকারের ভালবেসেছিলেন।” ব্যবসায়ী গুরমুখ রাই বাংলা থিয়েটার জগতের অন্যতম উল্লেখযোগ্য এই অভিনেত্রীর নামে বানিয়ে দিয়েছিলেন এক থিয়েটার। উত্তর কলকাতার ওই থিয়েটারে আজও মানুষ ভিড় করে, ছবি দেখে। ছবিতে থাকছে সেই গুরমুখ রাইয়ের প্রসঙ্গও। অভিনয় কে করছেন জানেন? মীর আফসার আলি। অন্যদিকে এই ছবির মধ্যে দিয়েই অভিনয় জগতে বড় ব্রেক মিলেছে অভিনেতা ওম সাহানির। বিনোদিনীর প্রেমিক কুমার বাহাদুরের চরিত্রে দেখা যাবে তাঁকে। তাঁর কথায়, “দেবদা আমায় হঠাৎই একদিন ফোন করে এই চরিত্রটার জন্য বলে। আমি অবাক হয়ে যাই। এই ছবিটা আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং। আমি নিশ্চিত মানুষ অবাক হবেন”।