Bengali Movie: সায়ন্তন সরেছেন, কৃষ্ণেন্দুর পরিচালনায় ‘ভানুরূপী’ শাশ্বত, মুক্তি কবে?
Bengali Movie: ১৯৫৮ সালে ভানু বন্দোপাধ্যায়ের ছবি 'যমালয়ে জীবন্ত মানুষ' মুক্তি পেয়েছিল। সেই ছবির কথা আজও লোকের মুখে মুখে।
যে সময় তিনি জন্মেছিলেন সে সময় ‘স্ট্যান্ডআপ’ কমেডি ছিল সোনার পাথরবাটি। অথচ সঠিক কমেডি টাইমিং থেকে শুরু করে সূক্ষ্ম হাস্যরসের সঙ্গে মানুষের নতুন করে পরিচয় করিয়েছিলেন তিনি। তিনি অর্থাৎ ভানু বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ শনিবার তাঁর জন্মদিন। আর সেই বিশেষ দিনে শাশ্বত চট্টোপাধ্যায় করলেন ‘গঙ্গাজলে গঙ্গাপুজো’। জানালেন এই শীতেই প্রেক্ষাগৃহে তিনি আসছেন ‘জীবন্ত ভানু’ হয়ে। গত বছরই ঘোষণা করা হয়েছিল সায়ন্তন ঘোষালের পরিচালনায় ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনী নিয়ে আসা হবে বড় পর্দায়। নাম ভূমিকায় থাকবেন শাশ্বত। ছবির নাম দেওয়া হবে ‘যমালয়ে জীবন্ত ভানু’।
১৯৫৮ সালে ভানু বন্দোপাধ্যায়ের ছবি ‘যমালয়ে জীবন্ত মানুষ’ মুক্তি পেয়েছিল। সেই ছবির কথা আজও লোকের মুখে মুখে। ওই ছবির পরিচালক ছিলেন প্রফুল্ল চক্রবর্তী। সেই ছবির নাম ধার করেই রাখা হয়েছিল এই ছবির নাম। যদিও পরবর্তীতে সায়ন্তন এই ছবি থেকে সরে আসেন। তাঁর জায়গায় আসেন কৃষ্ণেন্দু। এর আগে এই ছবির চিত্রনাট্য লেখার দায়িত্ব ন্যস্ত ছিল তাঁর কাঁধে। পুরো দায়িত্ব পাওয়ার পর নেমে পড়েন তিনি। যার ফলশ্রুতি এই পোস্টার।
View this post on Instagram
এ দিন পোস্টার শেয়ার করে শাশ্বত লেখেন,”আজ সেই মানুষটির জন্মদিন যিনি যুগযুগ ধরে আপামর বাঙালির মনে ছিলেন আছেন আর থাকবেন। বাঙলা ছায়াছবির মাধ্যমে তিনি লাভ করেছেন অমরত্ব। তিনি শ্রদ্ধেয় শ্রী ভানু বন্দ্যোপাধ্যায়। তাঁকে স্মরণ করেই আমাদের এবারের নিবেদন…যমালয়ে জীবন্ত ভানু”। পোস্টার শেয়ার করার থেকেই অভিনেতার জন্য এসেছে শুভেচ্ছা। ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চারিত্রিক মিল রয়েছে তাঁর, এখন সবাই মুখিয়ে অভিনয়ের দিকে। প্রশ্ন হল এই ছবির শুটিং শুরু করেও কেন ছেড়েছিলেন সায়ন্তন? এ দিন টিভিনাইন বাংলা তাঁকে এ প্রশ্ন করতেই পরিচালক বলেন, “অনেক ব্যাপার থাকে, তারিখের অসুবিধে ছাড়াও আরও বেশ কিছু সমস্যা হয়েছিল, ওই টিমের সবাইকে শুভেচ্ছা।” কৃষ্ণেন্দু আগেও পরিচালনার দায়িত্ব সামলেছেন, এই ছবির দায়িত্ব কতটা সামলাতে পারেন তিনি, এখন সেটাই দেখার।