Saurav-Darshana: বিচারের আশায় দর্শনা-সৌরভ, অন্যায়ের নেপথ্যে কে ‘মাস্টারমাইন্ড’?
Saurav-Darshana: টলিপাড়ায় দর্শনা বণিক ও সৌরভ দাসের প্রেমের চর্চা নতুন নয়। গুঞ্জন বলে, সিনেমাই নাকি কাছাকাছি নিয়ে এসেছে তাঁদের। আবারও একসঙ্গে তাঁরা।
টলিপাড়ায় দর্শনা বণিক ও সৌরভ দাসের প্রেমের চর্চা নতুন নয়। গুঞ্জন বলে, সিনেমাই নাকি কাছাকাছি নিয়ে এসেছে তাঁদের। আবারও একসঙ্গে তাঁরা। শর্মিষ্ঠা দেবের নতুন বাংলা ছবিতে দেখা যাবে তাঁদের। ছবির নাম ‘মাস্টারমাইন্ড’। দেহপাচার ও অপহরণের টানটান উত্তেজনায় ভরা গল্প নিয়েই এই ছবি। ছবিটিতে সৌরভ দাসকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের ভূমিকায়। তাঁর চরিত্রের নাম সূর্য।
জানা যাচ্ছে, এই সূর্যই আসল ‘মাস্টারমাইন্ড’। অপহরণে নেপথ্যে কার হাত রয়েছে তা খুঁজে বের করেন তিনিই। অন্যদিকে দর্শনা অভিনয় করেছেন এক শিক্ষিকার ভূমিকায়। তাঁর অভিনীত চরিত্রের নাম ঝিলিক। ঝিলিক ও সূর্যের প্রেম, একই সঙ্গে এক সাসপেন্সে ঘেরা প্লটই এই ছবির মূল উপজীব্য। এর আগেও ছবি পরিচালনা করেছেন শর্মিষ্ঠা। ছবির নাম ‘কাদম্বরী আজও’। গত বছর সেপ্টেম্বরে এই ছবি মুক্তি পেয়েছিল। বক্স অফিসে হিট না হলেও দেশ-বিদেশের ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি সমাদৃত হয়েছে। ইতিমধ্যেই শেষ হয়েছে তাঁর নতুন ছবির শুটিং। কেমন ছিল সেই অভিজ্ঞতা?
পরিচালকের কথায়, “গাছ যত বড় হয় ততই মাটির দিকে ঝুঁকে যায় ,এই প্রবাদটি একদম সঠিক সৌরভ দাস এর জন্য। শুটিং এর আগে থেকে শুরু করে শুটিংয়ের শেষ দিন অব্দি প্রোডাকশন টিমের সাথে সৌরভের ব্যবহার, আচার-আচরণ ছিল ঠিক ততটাই ভদ্র, মার্জিত এবং আন্ডারস্ট্যান্ডিং। কাজ করে এটাই মনে হয়েছে যে সৌরভ অনেক লম্বা রেসের ঘোড়া। ঠিক ততটাই মিষ্টি দর্শনা বণিক। অভিনয় করতে এসে যেখানে অনেক অভিনেত্রীরা যেরকম বায়নাক্কা করে, সেখানে দর্শনা বণিক ততটাই আন্ডারস্ট্যান্ডিং এবং কাজের প্রতি ততটাই প্রতিশ্রুতিবদ্ধ।” ছবিতে গান গেয়েছেন, অঙ্কিতা ভট্টাচার্য, রূপঙ্কর বাগচী ও রূপম ইসলাম। সব ঠিক থাকলে এ বছরের পুজোর পরেই মুক্তি পাবে এই ছবি।