Dev: ক্ষতবিক্ষত দেবের মুখ দেখে চমকে উঠল নেটপাড়া…

Bangla Movie: যে গল্প সাধারণ মধ্যবিত্তের, এমনই নানা ধাঁচের চিত্রনাট্য গ্রহণ করছেন তিনি। আবার তালিকায় থাকছে বায়োপিক। 'গোলন্দাজ' দর্শক মনে বেশ সারা ফেলেছিল। এবার পালা, 'বাঘা যতীন'-এর। পুজোয় মুক্তি পাচ্ছে দুটি ভাষায় এই ছবি। বছরের শুরু থেকেই ছবির নানা লুক প্রকাশ্যে এসেছিল।

Dev: ক্ষতবিক্ষত দেবের মুখ দেখে চমকে উঠল নেটপাড়া...
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2023 | 12:41 PM

অভিনেতা দেব, দিন দিন যেন নিজেকে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছেন। টলিউডের খোকাবাবু যে এখন বেশ পরিণত হয়ে উঠেছে, তা তাঁর সাম্প্রতিক চরিত্র নির্বাচন থেকে শুরু করে ছবির প্রেক্ষাপট, সবটাই প্রমাণ করছে। নিজের মতো করে চেষ্টা করে চলেছেন টলিউডকে একের পর এক ভাল ছবি উপহার দেওয়ার। পারিবারিক ছবি, যা সকলের সঙ্গে বসে দেখা যায়। যে গল্প সাধারণ মধ্যবিত্তের, এমনই নানা ধাঁচের চিত্রনাট্য গ্রহণ করছেন তিনি। আবার তালিকায় থাকছে বায়োপিক। ‘গোলন্দাজ’ দর্শক মনে বেশ সারা ফেলেছিল। এবার পালা, ‘বাঘা যতীন’-এর। পুজোয় মুক্তি পাচ্ছে দুটি ভাষায় এই ছবি। বছরের শুরু থেকেই ছবির নানা লুক প্রকাশ্যে এসেছিল।

যত দিন যাচ্ছে ততই যেন চমকে দিচ্ছেন দেব। এই ছবিতে তাঁর ঠিক ক’টি লুক রয়েছে তা বলা বেজায় মুশকিল। মাঝেমধ্যেই নানা রকম রূপ নিয়ে নেটপাড়ায় ‘বাঘাযতীন’ হয়ে হাজির হচ্ছেন দেব। ওড়িষ্যার দিকে একটি জঙ্গলের শুটিং করার সময় চোখে আঘাত পেয়েছিলেন তিনি, তবে ছুটি নয় তাই নিয়েই শুটিং চালিয়ে গিয়েছিলেন অভিনেতা। ‘বাঘাযতীন’ ছবির কাজ শেষ হতে না হতেই হাত দিয়েছেন তাঁর পরবর্তী ছবি প্রধান-এ। সেই ছবি নিয়ে দর্শকম মনে উত্তেজনা পারদ তুঙ্গে।

তবে এবার বাঘাযতীন-এর যে রূপ তিনি সামনে আনলেন, তা দেখে রীতিমতো শিউরে উঠলো নেটপাড়া। ক্ষত বিক্ষত হয়ে রয়েছে মুখ। ক্লোজআপে সেই ছবি পোস্ট করেছেন তিনি। কিউ কিউ লিখলেন, ‘চেনাই যাচ্ছে না এটা সেই দেব?’ আবার কেউ লিখলেন টএটা দেবদা বলেই সম্ভব।ট এই প্রকাশ্যে আসা মাত্রই প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। এখন দেখার পূজোর বক্স অফিসে কতখানি জায়গা দখল করতে পারেন অভিনেতা তথা সাংসদ দেব। কারণ একই সঙ্গে মুক্তি পাচ্ছে ৪ ছবি। এক কথায় বলা চলে, কড়া টক্করের মুখে বাঘা যতীন। তবে দেবের ছবি মুক্তির আগেই তাঁর লুক, ছবির টিজার দিয়েই দর্শক মনে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন তিনি, তা বলাই বাহুল্য।