Dev: মধ্যপ্রদেশে পাড়ি দিলেন দেব, ব্যোমকেশ শুট শুরুর আগে খোশ মেজাজে টিম

Tollywood: এই ছুটির কাজ অতীতে বহুবার দেখেছি ভক্তরা। তবে এই সাবেকি চরিত্রের এই জুটিকে ঠিক কতটা মানায় তা জানার আগ্রহে প্রতিটা মুহূর্তে পলক গুনছে ভক্তরা। রমরমে চলছে ছবির কাজ। এবার রাজ্য ছেড়ে গোটা টিম পাড়ি দিল মধ্যপ্রদেশে।

Dev: মধ্যপ্রদেশে পাড়ি দিলেন দেব, ব্যোমকেশ শুট শুরুর আগে খোশ মেজাজে টিম
Follow Us:
| Edited By: | Updated on: May 18, 2023 | 1:36 PM

বর্তমানে ব্যোমকেশ বক্সী ছবির কাজ নিয়ে বেশ ব্যস্ত অভিনেতা তথা সংসদ দেব। বাংলা নববর্ষ থেকেই ছবি ঘিরে চর্চা তুলবে। এই বিশেষ দিনে সামনে এসেছিল ছবির পোস্টার। দুর্গ রহস্য নিয়ে এবার পর্দায় আসছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। যেখানে প্রথমবারের জন্য গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা দেব। বিপরীতে সত্যবতী রুক্মিণী মৈত্র। এই ছুটির কাজ অতীতে বহুবার দেখেছি ভক্তরা। তবে এই সাবেকি চরিত্রের এই জুটিকে ঠিক কতটা মানায় তা জানার আগ্রহে প্রতিটা মুহূর্তে পলক গুনছে ভক্তরা। রমরমে চলছে ছবির কাজ। এবার রাজ্য ছেড়ে গোটা টিম পাড়ি দিল মধ্যপ্রদেশে।

সেখানেই ছবির এক বড় অংশ শুটিং বাকি। তবে বাঙালি তো, সে চরিত্রই হোক বা গোটা টিম, ভুরিভোজ না হলে মন বসা বিজয় কঠিন। তাই অগ্নিপরীক্ষায় যাবার আগে রাজকীয় খাবারের আসর জমে উঠল স্টার্কাস্টদের উপস্থিতিতে। জমিয়ে একের পর এক পদ উপভোগ করলেন প্রত্যেকেই। এরপরই মাঠে নেমে পড়ার পালা। সকলে সঙ্গে ছবি তুলে তা শেয়ার করে নিলেন অভিনেতা দেব। কমেন্ট বক্সে লিখলেন, যে দল খায় একসঙ্গে, থাকে একসঙ্গে খেলেও একসঙ্গে। আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি সিক্যোয়েন্স শুট করার আগে শর্ত। আমাদের মধ্যে থাকা বাঙালি, ব্যোমকেশ টিমের ভুরিভোজ।

সাহিত্য নির্ভর গোয়েন্দা সর্বদাই ভক্তদের ভিষণ পছন্দের। সে ফেলুদাই হোক কিংবা ব্যোমকেশ, পর্দায় তারা প্রাণ পেয়ে বারবার বক্স অফিসে ঝড় তুলেছে। পুজো কিংবা শীতের ছুটি, গরমের ছুটি, মুক্তি প্রাপ্ত সিনেমার তালিকায় একটা ব্যোমকেশ কিংবা ফেলুদা হলে মন্দ হয় না। তবে, না কৌতুহল কেবল গল্প জুড়েই নয়, দীর্ঘদিনে ট্যাবু ভেঙে এখন নিত্য নতুন মুখ কখনও ফেলুদা, কখনও আবার ব্যোমকেশ। এবার নজরে টলিউড স্টার দেব। এই প্রথম গোয়েন্দা গল্পে দেখা যাবে তাঁকে। তাও আবার ব্যোমকেশের লুকে। বছরের শুরু থেকেই দেবের এই লুক নিয়ে উত্তেজনার পারদ ছিল ভক্তমনে তুঙ্গে। সামনে এসেছিল ছবির পোস্টারও। এবার ছবির টিজ়ার-ট্রেলার মুক্তির পালা।