Malda: নতুন বছরের শুরুতেই বাংলায় প্রধানমন্ত্রী, ১৮ জানুয়ারি মালদহে সভা: সূত্র
Malda: মানুষের ঘরে ঘরে, কাছাকাছি পৌঁছতে হবে। তাঁদের সমস্যায় পাশে থাকার পাশাপাশি আনন্দ উৎসবে সামিল হওয়া, সংস্কৃতির সঙ্গে সংপৃক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর সেকারণেই বর্ষবিদায় আর বর্ষ বরণের উৎসবের মধ্যে বিজেপিও নেমে পড়েছে বিভিন্ন এলাকায় করা হচ্ছে উৎসবের আয়োজন।

মালদহ: পাখির চোখ মালদহ। মালদহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৮ জানুয়ারি জনসভা রয়েছে মালদহের সাহাপুরে। বিজেপির দাবি, সবুজ সঙ্কেত মিলে গিয়েছে। ১৮ তারিখ বা ১৭ তারিখ মালদায় নরেন্দ্র মোদী। শুধু নরেন্দ্র মোদী নয়, সাংগঠনিক বৈঠকে আগে পরে আসতে পারেন অমিত শা। দলের চার বিভাগ নিয়ে বৈঠক। ২ জানুয়ারি শুভেন্দু অধিকারী মালদহের চাঁচলে সভা। ৪ বা ৬ জানুয়ারি সভা করবেন মিঠুন চক্রবর্তী। বিছরের প্রথম মাসেই আসতে পারেন রাজনাথ সিংও।অমিত শাহের বাংলা সফরের পরেই বিজেপির নেতাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে একেবারে মাঠে নেমে গ্রাস রুট লেবেলে গিয়ে ভোটের লড়াই করতে হবে।
মানুষের ঘরে ঘরে, কাছাকাছি পৌঁছতে হবে। তাঁদের সমস্যায় পাশে থাকার পাশাপাশি আনন্দ উৎসবে সামিল হওয়া, সংস্কৃতির সঙ্গে সংপৃক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর সেকারণেই বর্ষবিদায় আর বর্ষ বরণের উৎসবের মধ্যে বিজেপিও নেমে পড়েছে বিভিন্ন এলাকায় করা হচ্ছে উৎসবের আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠান, অঙ্কন-সহ বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতা। আনা হচ্ছে বঙ্কিম, রবীন্দ্র, নজরুলদের। টার্গেট ৮ থেকে ১০ টা আসন। প্রচন্ড শীতে যখন কাবু মালদহ, পাহাড়ের শীতকে টেক্কা দিচ্ছে মালদহের তাপমাত্রা। তখন ভারত বাংলাদেশ সীমান্ত এবং দুই রাজ্যের সীমানা লাগোয়া এই জেলায় উত্তাপ বাড়াতে নেমে পড়েছে তৃণমূল সহ বাকি দলগুলোও।
৮ জানুয়ারি মালদায় জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। বসে নেই কংগ্রেসও। হাই প্রোফাইল নেতাদের মালদহে নজর দিতেই টনক নড়েছে কংগ্রেসের। রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কথাও বলেছেন। রাহুল,প্রিয়াঙ্কা দুজনেই মালদহে আসার বিষয়ে সম্মতি জানিয়েছেন বলে দাবি কংগ্রেস সাংসদ তথা মালদা জেলা কংগ্রেস সভাপতি ইসা খান চৌধুরীর।
গনিখান চৌধুরীর মালদহে মাঠে লড়াইয়ে থাকতে ঘন ঘন কর্মী বৈঠক সহ জোর প্রস্তুতি নিচ্ছে মালদহ জেলা কংগ্রেস। এত কিছুর মধ্যে জেলায় উদীয়মান মিমও বসে নেই। মিম এখন সকলেরই মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে। জানুয়ারিতেই আসতে পারেন আলাউদ্দিন ওয়েইসি মিম সূত্রের খবর।
