Fahadh Faasil Tips On Acting : অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা ফাহাদ একসময় অভিনয় ছেড়ে দিয়েছিলেন, কেন?
সদ্য এক সাক্ষাৎকারে ফাহাদ অ্যাক্টিংয়ের কিছু টিপস দিয়েছেন, যা একদম গোড়ার দিকের মানসিক দৃঢ়তা আনতে সাহায্য করবে।
ফাহাদ ফাসিল এই মুহূর্তে সিনেমা জগতের অনন্য এক নাম। ইনি এমন একজন অভিনেতা যাঁর সিনেমা বক্স অফিসে কোটি টাকার ব্যবসা করতে না পারলেও, বিশ্ব সিনেমায় কোটি কোটি প্রশংসা স্বাক্ষর করিয়ে নিতে পারে। হ্যাঁ, আধুনিক ভারতীয় সিনেমার যে নিখুঁততম কিছু অভিনেতা আছেন তাঁদের মধ্যে একজন ফাহাদ ফাসিল।
কীভাবে করেন তিনি অভিনয়? প্রত্যেক অভিনেতার কিছু নিজস্ব ধরন থাকে যা তাঁকে বাকিদের থেকে আলাদা করে দেয়। কিন্তু সেটা পুরোপুরি নিজস্ব সৃষ্টি। বিখ্যাত অভিনেতা মাইকেল ডগলাস (Michael Douglas) বলেছিলেন, ‘একজন অভিনেতাকে মনে রাখতে হবে যে আসলে সে ঈশ্বর। তাঁর সৃষ্টি বাকিরা অবাক হয়ে দেখবে। বিস্মিত হওয়া ছাড়া তাঁদের কিছুই করার থাকবে না।’ সদ্য এক সাক্ষাৎকারে ফাহাদ অ্যাক্টিংয়ের কিছু টিপস দিয়েছেন, যা একদম গোড়ার দিকের মানসিক দৃঢ়তা আনতে সাহায্য করবে।
আপনার অনুপ্রেরণা অনুসরণ করুন, কিন্তু মৌলিক থাকুন
ফাহাদ ফাসিল অভিনয় ছেড়ে দিয়েছিলেন তার প্রথম সিনেমা কাইয়েথুম দুরথের পর। ইঞ্জিনিয়ারিং পড়তে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন তিনি। তারপর, পক্ষান্তরে ইরফান খানের (Irrfan Khan) অভিনয় দেখে অভিভূত হ্যেই ভারতে ফিরে এসে আরেকবার চেষ্টা করলেন। “তিনি (ইরফান খান) অভিনয়কে খুব সহজ করে তুলেছিলেন এবং আমি অবাক হয়ে গেছিলাম। তাঁকে দেখেই আমি ইঞ্জিনিয়ারিং ছেড়ে ভারতে ফিরে আসি অভিনয়ের তাগিদে।”
আপনি যা বিশ্বাস করেন তা করুন
কখনও কখনও আমরা এমন কাজগুলি শেষ করি যা আমাদের আবেগ বা বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় কারণ এটি একটি জনপ্রিয় জিনিস। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, “আমি এমন সিনেমা বেছে নিয়েছি যেটায় আমি বিশ্বাস করতে পেরেছি। আমার মনে হয় আজ আমি এখানে আছি অন্য ৫০ টি সিনেমা করিনি বলেই।”
একটি দৃশ্যের মেজাজ পেতে সঙ্গীত ব্যবহার করুন
ফাহাদ কোন সিনেমার বিশেষ দৃশ্য অনুভব করার জন্য মিউজিকের ব্যবহার করেন। নিজের মত করে গান বা মিউজিক শুনে তিনি সেই দৃশ্যের অভিনয় নিয়ে আত্মচর্চা করেন।
এই মুহূর্তটায় ফোকাস করুন
ফাহাদ ফাসিলের ৫ বা ১০ বছরের পরিকল্পনা নেই। তাঁর মতে, যেকোনো সুযোগকেই নিজের মতো করে কাজে লাগানোর মধ্যেই সাফল্য।
সব সময় কৃতজ্ঞ থাকুন
আপনার দর্শকদের কখনই হেলায় নেওয়া যাবে না। কারণ ফাহাদ ফাসিলের মতে, দর্শক ছাড়া কোনো অভিনেতাই কিছুই নন। দর্শকই সব সময় সাথে থাকে, তাঁর প্রতিটা এক্সপেরিমেন্টে কিংবা সাফল্যে।
আরও পড়ুন : ফাহাদের জন্মদিনে স্ত্রী নাজরিয়ার ‘Out of Focus’ শুভেচ্ছা