Devlina-Gourab: বছর শেষে গৌরবের ‘বিস্ফোরণ’! নেপথ্যে স্ত্রীর হাত, ‘কী করছেন এইসব’?

Devlina-Gourab: 'কী করছেনটা কী'? অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে দেখে এই মুহূর্তে এই প্রশ্নই মনে আসছে আট থেকে আশির। বছর শেষে যে বিস্ফোরণ তিনি ঘটিয়েছেন সামাজিক মাধ্যমে...তাতে মোটামুটি ক্লিন বোল্ড তরুণীরা।

| Edited By: | Updated on: Dec 31, 2023 | 9:11 PM
'কী করছেনটা কী'? অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে দেখে এই মুহূর্তে এই প্রশ্নই মনে আসছে আট থেকে আশির। বছর শেষে যে বিস্ফোরণ তিনি ঘটিয়েছেন সামাজিক মাধ্যমে...তাতে মোটামুটি ক্লিন বোল্ড তরুণীরা।

'কী করছেনটা কী'? অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে দেখে এই মুহূর্তে এই প্রশ্নই মনে আসছে আট থেকে আশির। বছর শেষে যে বিস্ফোরণ তিনি ঘটিয়েছেন সামাজিক মাধ্যমে...তাতে মোটামুটি ক্লিন বোল্ড তরুণীরা।

1 / 8
ছবি শেয়ার করেছেন... অনেকেই করে থাকেন। প্রশ্ন উঠতে পারে, 'এ আর নতুন কী'? নতুন হল গৌরবের সুঠাম শরীর, দৃশ্যমান সিক্স প্যাক, আর অ্যাপিল।

ছবি শেয়ার করেছেন... অনেকেই করে থাকেন। প্রশ্ন উঠতে পারে, 'এ আর নতুন কী'? নতুন হল গৌরবের সুঠাম শরীর, দৃশ্যমান সিক্স প্যাক, আর অ্যাপিল।

2 / 8
আন্দামান থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছন তিনি। শার্টলেস ওই ছবিগুলি দেখেই এখন ঘুম উড়েছে সকলের। মজার কথা! ওই ছবিগুলো আবার তুলে দিয়েছেন তাঁর স্ত্রী দেবলীনা কুমার।

আন্দামান থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছন তিনি। শার্টলেস ওই ছবিগুলি দেখেই এখন ঘুম উড়েছে সকলের। মজার কথা! ওই ছবিগুলো আবার তুলে দিয়েছেন তাঁর স্ত্রী দেবলীনা কুমার।

3 / 8
সারাটা বছরই ঘুরতে থাকেন তাঁরা। ফাঁক পেলেই কখনও বিদেশে আবার কখনও বা দেশেরই এদিক ওদিক ঘুরে বেড়ান দু'জনে মিলে।

সারাটা বছরই ঘুরতে থাকেন তাঁরা। ফাঁক পেলেই কখনও বিদেশে আবার কখনও বা দেশেরই এদিক ওদিক ঘুরে বেড়ান দু'জনে মিলে।

4 / 8
 নতুন বছরের মরসুমে তাঁরা উড়ে গিয়েছেন আন্দামানে। দেবলীনা এখনও ছবি দেননি। তবে ছবি আসছে যে খুব শীঘ্রই, সে আভাস মিলেছে।

নতুন বছরের মরসুমে তাঁরা উড়ে গিয়েছেন আন্দামানে। দেবলীনা এখনও ছবি দেননি। তবে ছবি আসছে যে খুব শীঘ্রই, সে আভাস মিলেছে।

5 / 8
বিধায়ক কন্যাকে বিয়ে করেছেন গৌরব। সে কারণে দীর্ঘ দিন ধরেই নানা ট্রোলের মুখোমুখি পড়তে হয়েছে দেবলীনাকে। তাঁকে নিয়ে রটেছে নানা কথা। তাঁর উপর লাগাতার কটাক্ষ নিয়ে সম্প্রতি তিনি মুখও খুলেছিলেন।

বিধায়ক কন্যাকে বিয়ে করেছেন গৌরব। সে কারণে দীর্ঘ দিন ধরেই নানা ট্রোলের মুখোমুখি পড়তে হয়েছে দেবলীনাকে। তাঁকে নিয়ে রটেছে নানা কথা। তাঁর উপর লাগাতার কটাক্ষ নিয়ে সম্প্রতি তিনি মুখও খুলেছিলেন।

6 / 8
গৌরব-দেবলীনা।

গৌরব-দেবলীনা।

7 / 8
 তাঁর কথায়, "কিন্তু বিশ্বাস করুন, এর অনেক নেগেটিভ পয়েন্টস আছে। আমাকে অনেক বেশি সচেতন থাকতে হয়। খালি মনে হয়, আমি যা-যা করছি, কিংবা যেভাবে নিজেকে মেলে ধরছি, সেটা হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে।”

তাঁর কথায়, "কিন্তু বিশ্বাস করুন, এর অনেক নেগেটিভ পয়েন্টস আছে। আমাকে অনেক বেশি সচেতন থাকতে হয়। খালি মনে হয়, আমি যা-যা করছি, কিংবা যেভাবে নিজেকে মেলে ধরছি, সেটা হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে।”

8 / 8
Follow Us: