টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, করোনায় নাকি আক্রান্ত হয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তিনি নাকি একটি ঘরে বন্দি জীবন কাটাচ্ছেন। তাঁর আক্রান্ত হওয়ার খবর আসতেই উদ্বেগের হাওয়া টলিপাড়ায়।
থিয়েটার তো বটেই, বাংলা সিনেমার জগতেও এখন অধিকাংশ পরিচালকের প্রথম পছন্দ অনির্বাণ ভট্টাচার্য। কেবল বাংলা নয়, অনিবার্ণের অভিনয়ের সুখ্যাতি ছড়িয়েছে টিনসেন টাউনেও। মুম্বইয়ের সিনেমা জগৎ থেকেও ডাক পাচ্ছেন তিনি। সম্প্রতি রানি মুখোপাধ্যায়ের সঙ্গে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে কাজ করেছেন অনির্বাণ। পাড়ি দিয়েছিলেন বিদেশেও।
১২ দিন ধরে করোনা সংক্রমণে ভুগছেন অনির্বাণ। তাঁর শরীরে কোনও উপসর্গ নেই। সূত্র মারফত জানা গিয়েছে, পরিবারের কেউই আক্রান্ত নন। অনির্বাণের করোনার দুটি টিকাই নেওয়া ছিল। তা সত্ত্বেও আক্রান্ত হয়েছেন অভিনেতা।
কাছের গণ্ডির কেউ করোনা আক্রান্ত হয়েছেন শুনলে উদ্বেগ বাড়ে। কিছুদিন আগেই করোনার দ্বিতীয় ঢেউ নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। কিছুতেই বাগে আনা যাচ্ছিল না পরিস্থিতি। অক্সিজেনের ঘাটতি, বেডের আকাল, চারদিকে অ্যাম্বুলেন্সের আওয়াজে – যেন কেবলই হাহাকার! দফায় দফায় লকডাউনও হয়। সেই বিভীষিকা ভুলে মানুষ মেতে ওঠে দুর্গা পুজোর আনন্দে। প্যান্ডেলে ঠাকুর দেখার হিরিক দেখে বুক কেঁপেছিল স্বাস্থ্যকর্মীদের। টিকা না পাওয়া ছোট ছোট শিশুদের নিয়ে ভিড়ে বেড়িয়েছিলেন বাবা-মায়েরা। ৯০ শতাংশ ক্ষেত্রে তাদের কারও মুখে মাস্ক ছিল না।
অনুমান করেছিলেন অনেকেই, পুজোটা গেলে করোনা আবার বাড়বে। এক সপ্তাহ হয়নি করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে আশপাশ থেকে। ১২ দিন করোনা আক্রান্ত অনির্বাণ। পুজোতেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘গোলন্দাজ’। প্রিমিয়ারে গিয়েছিলেন অভিনেতা।
এমনটা দেখা গিয়েছে দু-দু’বার। দেশে করোনা সংক্রমণ বাড়ে যখন একের পর এক তারকার আক্রান্ত হওয়ার খবর শিরোনামে জায়গা করে নেয়। অনির্বাণ বাড়িতেই চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। খাওয়াদাওয়াও করছেন নিয়ম মেনে।
আরও পড়ুন: Prosenjit Chatterjee: সকাল সকাল কী কারণে ওয়াল্ট ডিজ়নিকে স্মরণ করলেন প্রসেনজিৎ?
আরও পড়ুন: Ankush-Oindrila: আর যেন এই কাজ করতে না বলেন ঐন্দ্রিলা, প্রেমিকাকে প্রকাশ্যে শাসালেন অঙ্কুশ
আরও পড়ুন: Dev: দেবকে ব্যাড বয় বললেন তাঁর স্পা আন্টি… ব্যাপারখানা কী?