Tolly Gossip: বিচ্ছেদই কি বদলে দিল জিতুকে? এই বিশেষ ছবি নিয়েই উঠছে প্রশ্ন
Tolly Gossip: জিতু কামাল। এই মুহূর্তে তাঁকে নিয়ে চর্চা তুঙ্গে। এ হেন জিতু বিচ্ছেদের পর নিজেকে একেবারে বদলে ফেললেন। দীর্ঘকায় এই অভিনেতার ইনস্টা স্টোরি নিয়েই এখন হইচই। সিক্স প্যাক দৃশ্যমান। বিচ্ছেদই কি বদলে দিল জিতুকে? তাঁর শার্টহীন লুক দেখে অবাক সকলেই। অনেকেই করেছেন প্রশংসা। নতুন ছবির লুক নাকি নিজেকে ফিট রাখার মরিয়া প্রয়াস উঠেছে প্রশ্নও।
জিতু কামাল। এই মুহূর্তে তাঁকে নিয়ে চর্চা তুঙ্গে। এ হেন জিতু বিচ্ছেদের পর নিজেকে একেবারে বদলে ফেললেন। দীর্ঘকায় এই অভিনেতার ইনস্টা স্টোরি নিয়েই এখন হইচই। সিক্স প্যাক দৃশ্যমান। বিচ্ছেদই কি বদলে দিল জিতুকে? তাঁর শার্টহীন লুক দেখে অবাক সকলেই। অনেকেই করেছেন প্রশংসা। নতুন ছবির লুক নাকি নিজেকে ফিট রাখার মরিয়া প্রয়াস উঠেছে প্রশ্নও।
নবনীতা দাসের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতির পরেই একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করে চলেছেন জিতু। এর আগে এক পোস্টে জিতু লিখেছিলেন, “আমার ঘটনার একমাত্র সাক্ষী আমিই। শুধু আমি জানি কী করে তা থেকে পার হচ্ছি।” যোগ করেছিলেন, “আমি আমার মানসিক সুস্থতা ও দুশ্চিন্তার সঙ্গে যুদ্ধ করে চলেছি।” যদিও নবনীতার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে প্রকাশ্যে কোনওদিনই মুখ খোলেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় নবনীতা বিচ্ছেদের খবর ঘোষণা করার পরেও জিতু বলেছিলেন, “ও বাচ্চা মেয়ে, রাগের মাথায় বলে ফেলেছে।” অন্যদিকে নবনীতা বলেছিলেন, “আমরা তিন মাস ধরেই আলাদা আছি, লন্ডন যাওয়ার আগে থেকেই। এটুকু বলতে পারি, আমার জন্য এটা জানান ভীষণ জরুরী ছিল। আমি তো অত গুছিয়ে কিছু বলতে পারি না, তাই নিজের মনের অনুভূতিটুকুই লিখেছি। ও ভাল থাকুক।” ইতিমধ্যেই বিচ্ছেদের মামলাও দায়ের হয়েছে। দু’জনেই ব্যস্ত রয়েছে নিজস্ব জীবনে।