Nusrat Jahan: ছবিতে অ্যাঞ্জেলিনা জোলি, আর বাস্তবে আলু! কাকে খোঁচা নুসরতের?

Nusrat Jahan: নুসরত জাহান যাই পোস্ট করেন না কেন, তাই নিয়েই হয় আলোচনা। তবে মঙ্গলবার রাত বাড়তেই তাঁর এক ইনস্টা কোট নিয়ে শুরু হয়েছে আলোচনা। নেটিজেনদের একটা বড় অংশ মনে করেছেন কাউকে খোঁচা দিয়েই ওই কথা লিখেছেন নুসরত। শুধু কি তাই?

Nusrat Jahan: ছবিতে অ্যাঞ্জেলিনা জোলি, আর বাস্তবে আলু! কাকে খোঁচা নুসরতের?
কাকে খোঁচা নুসরতের?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 21, 2023 | 9:05 PM

নুসরত জাহান যাই পোস্ট করেন না কেন, তাই নিয়েই হয় আলোচনা। তবে মঙ্গলবার রাত বাড়তেই তাঁর এক ইনস্টা কোট নিয়ে শুরু হয়েছে আলোচনা। নেটিজেনদের একটা বড় অংশ মনে করেছেন কাউকে খোঁচা দিয়েই ওই কথা লিখেছেন নুসরত। শুধু কি তাই? অনেকেই আবার বলছেন দ্বিচারিতা করেছেন নুসরত। কী এমন লিখেছেন নুসরত, যা নিয়ে চারিদিকে হইচই পড়ে গিয়েছে? একটি কোট শেয়ার করেছেন নুসরত, তাও আবার ইংরেজিতে। যে কোটের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “নিজের ছবি এডিট করা বন্ধ কর। কী হবে যদি হারিয়ে যাও? কীভাবে তোমাকে খুঁজে পাব যদি ইনস্টাগ্রামে অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখতে লাগে আর বাস্তব জীবনে তুমি আলুর মতো দেখতে হও”? সামাজিক মাধ্যমে ছবি এডিট করা নতুন কোনও ব্যাপার নয়। অনেকেই করে থাকেন। দেখারও হেরফের হয় বিস্তর। তবে কি তাঁদের কাউকেই কটাক্ষ নুসরতের? ফিট থেকে ফ্যাট হয়েছেন এমন কোনও নায়িকার দিকেই আঙুল তুললেন তিনি? পরোক্ষে কি করে ফেললেন, ‘ফ্যাট শেমিং’? চলছে আলোচনা।

তবে নেটিজেনদের পাল্টা প্রশ্ন, “নুসরত কি নিজে ছবি এডিট করে দেন না? ব্যবহার করেন না তাতে ফিল্টার? করেন নাকি কালার কারেকশন? তবে এই দ্বিচারিতা কেন?” উত্তর যদিও মেলেনি। কারণ, ট্রোলের উত্তর নুসরত দেন না বললেই চলে। বিভিন্ন সাক্ষাৎকারে দাবি করেছেন, নেতিবাচকতা তাঁকে প্রভাবিত করেন না। কিন্তু প্রশ্ন যে থামেই না।