New Hero Launch-Tollywood: শুভশ্রী, অঙ্কুশ, সোহমকে লঞ্চ করেছেন যিনি, এবার লঞ্চ করতে চলেছেন নিজের ছেলেকে

Jaalbandi-New Bengali Film: ২০ মে মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বহুপ্রতিক্ষিত ছবি 'বেলাশুরু'। সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত সেই ছবির সঙ্গে একই দিনে মুক্তি পাবে 'জালবন্দী'।

| Edited By: Sneha Sengupta

Mar 19, 2022 | 2:04 PM

২০ মে মুক্তি পাবে একটি বাংলা ছবি। সেই ছবির নাম ‘জালবন্দী’। পরিচালক পীযুষ সাহার ছবি। সমরেশ মজুমদারের লেখা গল্প থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ছবিটি। ছবিতে অভিনয় করছেন পীযুষেরই পুত্র প্রিন্স। নিজের ছেলেকেই এই ছবিতে লঞ্চ করছেন পীযুষ। এর আগে তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বহু বড় তারকাকে লঞ্চ করেছেন। সেই তালিকাও দীর্ঘ। রয়েছে অঙ্কুশ হাজরা, সোহম, শুভশ্রীর নামও। সেই পীযুষই এবার নিজের ছেলে প্রিন্সকে লঞ্চ করতে চলেছেন। ২০ মে মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বহুপ্রতিক্ষিত ছবি ‘বেলাশুরু’। সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত সেই ছবির সঙ্গে একই দিনে মুক্তি পাবে ‘জালবন্দী’। ছবি নিয়ে আশাবাদী পীযুষ কথা বললেন TV9 বাংলার সঙ্গে।

টলিপাড়ার নতুন নায়ক প্রিন্স।

TV9 বাংলাকে পীযুষ বলেছেন, “এই ছবিতে আমার ছেলে প্রিন্সকে লঞ্চ করব। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দর্শনা বণিক, পায়েল সরকার, দীপঙ্কর দে, খরাজ মুখোপাধ্যায়, পুষ্পিতা মুখোপাধ্যায়, রণজয় বিষ্ণুর মতো অভিনেতারাও। অমিত-ঈশান এই ছবির সঙ্গীত করেছেন। সমরেশ মজুমদারের গল্পের উপর নির্ভর করে তৈরি হয়েছে আমাদের এই ছবি। গল্পটা আমি আগেও পড়েছিলাম। খুবই ভাল লেগেছিল। প্রিন্সকে লঞ্চ করার জন্য যে ধরনের গল্প প্রয়োজন, সেটাই মন হল এই গল্পটা। বাংলা ছবির প্রেজেন্টেশন অনেকটাই পাল্টে গিয়েছে। তার উপর সমরেশ মজুমদারের পাঠকরা রয়েছেন। থ্রিলার, ড্রামা সবটাই রয়েছে গল্পজুড়ে। গল্পটা একটু পুরনো। কিন্তু আমরা আজকের দিনের ধাঁচে তৈরি করে নিয়েছি। কলকাতাতেই শুটিং হয়েছে। গতবছর ডিসেম্বরে শুরু হয় ছবির শুটিং। জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়েছে।” ছবির টিজ়ার এর মধ্যেই বেরিয়েছে। ছবির প্রযোজক প্রিন্স এন্টারটেইনমেন্ট পি৪।

প্রিন্স ও দর্শনা।

‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’। এই কথা আজকের নয়। বহু পুরনো। অঙ্কুশ, সোহম, শুভশ্রীর মতো তারকাদের প্রথম কাজ দিয়েছিলেন পীযুষ। ব্যস্ততার কারণে তাঁরা তেমন যোগাযোগ রাখতে পারে না। কিন্তু ফোনে যোগাযোগ হয়, তাও অল্প। তাই নিয়ে কি পীযুষের মনে কোনও আক্ষেপ আছে? TV9 বাংলাকে পীযুষ বলেছেন, “আমার কোনও আক্ষেপ নেই। বরং ভাল লাগে। সন্তান যদি দুধে-ভাতে থাকে বাবার যেমন আনন্দ হয়, আমারও তেমনই আনন্দ হয়। আমি খুবই গর্বিত। আমি যাঁদের লঞ্চ করেছিলাম, তাঁদের দর্শক গ্রহণ করেছেন, তাঁরা সকলেই আজ প্রতিষ্ঠিত তারকা। এটা আমার কাছে গর্বের বিষয়।”

আরও পড়ুন:RRR-Rajamouli-Record Budget: যে বাজেটে মঙ্গল গ্রহে ‘মঙ্গলযান’ পাঠায় ভারত, সেই বাজেটে তৈরি হয়েছে রাজামৌলির ‘আরআরআর’

আরও পড়ুন:Vivek Agnihotri-Kangana Ranaut: বিতর্কিত জোট, বিবেক অগ্নিহোত্রীর ফোকাসে এবার কঙ্গনা, বি-টাউনে নতুন সমীকরণ

আরও পড়ুন:Mimi Chakraborty: এই ছবিটা থেকে মিমি চক্রবর্তীকে খুঁজে বের করুন তো দেখি?

২০ মে মুক্তি পাবে একটি বাংলা ছবি। সেই ছবির নাম ‘জালবন্দী’। পরিচালক পীযুষ সাহার ছবি। সমরেশ মজুমদারের লেখা গল্প থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ছবিটি। ছবিতে অভিনয় করছেন পীযুষেরই পুত্র প্রিন্স। নিজের ছেলেকেই এই ছবিতে লঞ্চ করছেন পীযুষ। এর আগে তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বহু বড় তারকাকে লঞ্চ করেছেন। সেই তালিকাও দীর্ঘ। রয়েছে অঙ্কুশ হাজরা, সোহম, শুভশ্রীর নামও। সেই পীযুষই এবার নিজের ছেলে প্রিন্সকে লঞ্চ করতে চলেছেন। ২০ মে মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বহুপ্রতিক্ষিত ছবি ‘বেলাশুরু’। সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত সেই ছবির সঙ্গে একই দিনে মুক্তি পাবে ‘জালবন্দী’। ছবি নিয়ে আশাবাদী পীযুষ কথা বললেন TV9 বাংলার সঙ্গে।

টলিপাড়ার নতুন নায়ক প্রিন্স।

TV9 বাংলাকে পীযুষ বলেছেন, “এই ছবিতে আমার ছেলে প্রিন্সকে লঞ্চ করব। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দর্শনা বণিক, পায়েল সরকার, দীপঙ্কর দে, খরাজ মুখোপাধ্যায়, পুষ্পিতা মুখোপাধ্যায়, রণজয় বিষ্ণুর মতো অভিনেতারাও। অমিত-ঈশান এই ছবির সঙ্গীত করেছেন। সমরেশ মজুমদারের গল্পের উপর নির্ভর করে তৈরি হয়েছে আমাদের এই ছবি। গল্পটা আমি আগেও পড়েছিলাম। খুবই ভাল লেগেছিল। প্রিন্সকে লঞ্চ করার জন্য যে ধরনের গল্প প্রয়োজন, সেটাই মন হল এই গল্পটা। বাংলা ছবির প্রেজেন্টেশন অনেকটাই পাল্টে গিয়েছে। তার উপর সমরেশ মজুমদারের পাঠকরা রয়েছেন। থ্রিলার, ড্রামা সবটাই রয়েছে গল্পজুড়ে। গল্পটা একটু পুরনো। কিন্তু আমরা আজকের দিনের ধাঁচে তৈরি করে নিয়েছি। কলকাতাতেই শুটিং হয়েছে। গতবছর ডিসেম্বরে শুরু হয় ছবির শুটিং। জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়েছে।” ছবির টিজ়ার এর মধ্যেই বেরিয়েছে। ছবির প্রযোজক প্রিন্স এন্টারটেইনমেন্ট পি৪।

প্রিন্স ও দর্শনা।

‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’। এই কথা আজকের নয়। বহু পুরনো। অঙ্কুশ, সোহম, শুভশ্রীর মতো তারকাদের প্রথম কাজ দিয়েছিলেন পীযুষ। ব্যস্ততার কারণে তাঁরা তেমন যোগাযোগ রাখতে পারে না। কিন্তু ফোনে যোগাযোগ হয়, তাও অল্প। তাই নিয়ে কি পীযুষের মনে কোনও আক্ষেপ আছে? TV9 বাংলাকে পীযুষ বলেছেন, “আমার কোনও আক্ষেপ নেই। বরং ভাল লাগে। সন্তান যদি দুধে-ভাতে থাকে বাবার যেমন আনন্দ হয়, আমারও তেমনই আনন্দ হয়। আমি খুবই গর্বিত। আমি যাঁদের লঞ্চ করেছিলাম, তাঁদের দর্শক গ্রহণ করেছেন, তাঁরা সকলেই আজ প্রতিষ্ঠিত তারকা। এটা আমার কাছে গর্বের বিষয়।”

আরও পড়ুন:RRR-Rajamouli-Record Budget: যে বাজেটে মঙ্গল গ্রহে ‘মঙ্গলযান’ পাঠায় ভারত, সেই বাজেটে তৈরি হয়েছে রাজামৌলির ‘আরআরআর’

আরও পড়ুন:Vivek Agnihotri-Kangana Ranaut: বিতর্কিত জোট, বিবেক অগ্নিহোত্রীর ফোকাসে এবার কঙ্গনা, বি-টাউনে নতুন সমীকরণ

আরও পড়ুন:Mimi Chakraborty: এই ছবিটা থেকে মিমি চক্রবর্তীকে খুঁজে বের করুন তো দেখি?