Pradhan: উত্তরবঙ্গে টিম ‘প্রধান’, মাঝ আকাশ থেকে ভিডিয়ো শেয়ার বিশ্বনাথের
Viral Video: এই টিমের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেতা বিশ্বনাথ বসু। বিমান থেকে ভিডিয়ো করলেন তিনি। দেখালেন বিমান ভর্তি কেবল প্রধান ছবির কাস্ট ও ক্রিউ। সামনের সারিতে বসে রয়েছেন ছবির পরিচালক, অভিজিৎ সেন।

চলতি মাসেই শুরু হয়ে গেল প্রধান ছবির শুটিং। ঝড়ের গতিতে ভাইরাল হয় এই ছবির প্রতিটা খবর। টলিপাড়ায় আবারও নয়া জুটি, তবে না, জুটি হিসেবে এই ছবিতে সৌমিতৃষা কুণ্ডু ও দেবকে দেখা যাবে কি না, সেই বিষয় এখনও নিশ্চিত কোনও খবর নেই। তবে এই সমীকরণ যে টলিপাড়ার দর্শক মহলে আলোড়ন সৃষ্টি করেছে, তা ইতিমধ্যেই প্রমাণিত। মিঠাই ধারাবাহিক থেকে জনপ্রিয়তার আলোকে আসা সৌমীতৃষার কাছে এই ছবি নিঃসন্দেহে এক বিশেষ সুযোগ, নিজেকে আরও একবার প্রমাণ করার। তা ইতিমধ্যেই TV9 বাংলাকে জানিয়েছেন তিনি। নিজেকে তৈরি করতে সময়ও নিয়েছিলেন দুই থেকে তিন মাস। এবার অগস্ট মাসের শেষেই কথা মতো শুরু হয়ে গেল ছবির শুট। প্রাথমিকভাবে ছবির বেশ কিছুটা অংশ শুট হয় কলকাতায়। এবার গোটা টিম উড়ল উত্তরবঙ্গে।
এই টিমের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেতা বিশ্বনাথ বসু। বিমান থেকে ভিডিয়ো করলেন তিনি। দেখালেন বিমান ভর্তি কেবল প্রধান ছবির কাস্ট ও ক্রিউ। সামনের সারিতে বসে রয়েছেন ছবির পরিচালক, অভিজিৎ সেন। আর কিছুটা পিছনেই বসে রয়েছেন দেব। তবে বিশ্বনাথের এই কাণ্ড দেখে কী দেব পিছন থেকে কিছু বললেন? ভিডিয়োর শেষ লগ্নে শোনা গেল দেবের কণ্ঠস্বর। ‘এখন কিন্তু শুটিং করাটাই প্রধান কাজ’-শোনা মাত্রই ‘নিশ্চয়ই’ বলে ভিডিয়ো থামালেন বিশ্বনাথ।
দেব পর্দার আড়ালে যতই মজার মানুষ হন না কেন, তিনি ফ্লোরে নামলে কাজ ছাড়া কিছুই বোঝেন না, অতীতে তাঁর সহকর্মীর একাধিকবার এই মন্তব্য করেছেন। বারংবরা বলতে শোনা গিয়েছে, আগে কাজ তারপর অন্যকিছু। নিজেও কাজ নিয়ে ফ্লোরে যথেষ্ট সচেতন থাকেন তিনি। তাই তাঁর কাছে যে কোনও শুটই প্রধান। ইতিমধ্যেই ছবির পোস্টার সামনে এনেছেন তিনি। যেখানে দেখা গিয়েছে ছবিতে পুলিশের ভূমিকাতেই অভিনয় করবেন দেব। এখন দেখার সৌমীতৃষা কোন ভূমিকায় পর্দার সামনে আসেন।





