‘টলিউডের রণবীর’, বিভেদহীন প্রেমের মাসে সৌরভের লং স্কার্টে বুঁদ নেটিজেন
Pride month 2021: ডিজাইনার সন্দীপ জয়সালের পোশাকে ফোটোশুটের ছবি পোস্ট করেছে সৌরভ।, কালো লং কোট, বেল্টের বন্ধন তাতে যোগ করেছে নতুন মাত্রা। নিচে পরেছেন স্টিল রঙা লং স্কার্ট।
প্রাইড মান্থ–বিভেদহীন প্রেমের উদযাপনের মাস। লিঙ্গ ভুলে প্রিয়জনকে কাছে টানার উদযাপনের মাস। আর এই বিশেষ মাসেই অভিনেতা সৌরভ দাসের পোশাকে মেতেছেন নেটিজেন। কেউ বলছেন তিনি রণবীর সিং, আবার কারও মতে তিনি ‘সাহসী, প্রথা ভাঙার প্রদর্শক।”
ডিজাইনার সন্দীপ জয়সালের পোশাকে ফোটোশুটের ছবি পোস্ট করেছে সৌরভ।, কালো লং কোট, বেল্টের বন্ধন তাতে যোগ করেছে নতুন মাত্রা। নিচে পরেছেন স্টিল রঙা লং স্কার্ট। সৌরভের বার্তা, “পোশাক লিঙ্গ মানে না, ঠিক যেমন ভালবাসা মানে না…”। বলিউডে রণবীর সিংকেও এর আগে অনেক অনুষ্ঠানে এই ধরনের পোশাকে আসতে দেখা গিয়েছে। কটাক্ষ করে অনেকেই বলেছেন, “দীপিকার পোশাক পরে চলে এসেছেন নাকি? ” তাঁকে দমানো যায়নি। তাঁর কাছে, “পোশাকের লিঙ্গ নেই। তা সবার। সার্বজনীন।” টলিপাড়ায় এই বার্তা এবার দিলেন সৌরভও।
View this post on Instagram
দিন কয়েক আগে সুশান্তের মৃত্যুবার্ষিকীতে টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন সৌরভ। জানিয়েছিলেন ১৪ জুন অর্থাৎ সুশান্তের মৃত্যুদিন তাঁর কাছে অ্যান্টি নেপোটিজ়ম ডে। বলেছিলেন, “সুশান্তের সঙ্গে আমি রিলেট করতে পারি। আমি যখন অভিনয় করতে শুরু করলাম, তখন প্রথমে একটা ডায়লগ বলতে দেওয়া হত। সেখান থেকে আজ আমার নামে একটা সিরিজ হচ্ছে, ফিল করতে পারি জার্নিটা।