পাভেলের ‘মন খারাপ’-এ সঙ্গী এ বার প্রিয়াঙ্কা!

Priyanka Bhattacharjee: প্রিয়াঙ্কা আরও জানান, আগামিকাল থেকে শুরু হচ্ছে ‘মন খারাপ’-এর শুটিং। কিন্তু তিনি শুটিং শুরু করবেন আগামী ২৩ জুলাই থেকে।

পাভেলের ‘মন খারাপ’-এ সঙ্গী এ বার প্রিয়াঙ্কা!
পাভেল এবং প্রিয়াঙ্কা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2021 | 10:23 PM

পাভেলের ‘মন খারাপ’-এ সঙ্গী এ বার প্রিয়াঙ্কা ভট্টাচার্য। না! এর মধ্যে কোনও গসিপ নেই। পরিচালক পাভেল এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা বটে। তবে এ ‘মন খারাপ’ রিলের। এ ‘মন খারাপ’ পাভেলের পরবর্তী ছবি। যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা।

এ প্রসঙ্গে TV9 বাংলাকে প্রিয়াঙ্কা বললেন, “এতটা গুরুত্বপূর্ণ চরিত্র আগে কখনও করিনি। পাভেলদা দারুণ সুযোগ দিয়েছে আমাকে, বিশ্বাস করে। তুমি পারবে এটা করতে, এটা বলেছিল। সবার জীবনেই দুঃখ রয়েছে। সেলিব্রেশন অব ডিপ্রেশন। ডিপ্রেশনও কী ভাবে ওভারকাম করে সেলিব্রেট করা যায়, কী ভাবে সেটা আমরা করব। সকলের জীবনের মন খারাপ একসঙ্গে কী ভাবে ওভারকাম করব, সেটা নিয়ে গল্প। ছবিটা দেখে দর্শক কাঁদবে, হাসবে, আনন্দও পাবে।”

প্রিয়াঙ্কা আরও জানান, আগামিকাল থেকে শুরু হচ্ছে ‘মন খারাপ’-এর শুটিং। কিন্তু তিনি শুটিং শুরু করবেন আগামী ২৩ জুলাই থেকে। অগস্টের মাঝামাঝি পর্যন্ত চলবে কাজ। তার মধ্যে আউটডোরে পুরুলিয়াও যাবে মন খারাপ-এর টিম। ছবিতে প্রায় ১১টি ভিন্ন লুকে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। কী ভাবে এল এই সুযোগ? প্রিয়াঙ্কার কথায়, “করোনা থেকে সেরে ওঠার পর আমি লাদাখ বেড়াতে গিয়েছিলাম। পাভেলদা তখন ফোন করে বলেছিল, ফিরে এসে দেখা কর। দেখা করলাম। তারপর ধীরে ধীরে সব কিছু বল। কী ভাবে চরিত্রটা নিয়ে সময় কেটে যাচ্ছে, জানি না। অনেকদিন ধরেই পাভেলদার সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। ‘রসগোল্লা’, ‘বালা’ দেখার পর ফ্যান হয়ে গিয়েছিলাম। সেই ইচ্ছে যে এত তাড়াতাড়ি পূরণ হবে, ভাবিনি।”

‘আমাদের বাড়ি’ ধারাবাহিকেই প্রথম অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। এরপর একে একে ‘বেহুলা’, ‘বিসর্জন’, ‘মা’, ‘সতী’, ‘তুমি আসবে বলে’, ‘অগ্নিজল’, ‘সীমারেখা’র মতো ধারাবাহিকে অভিনয়। ধারাবাহিক ছাড়াও ‘হোলি ফাক’ বা ‘ব্যোমকেশ’-এর মতো ওয়েব সিরিজেও কাজ করেছেন। আপাতত নতুন জার্নির জন্য তৈরি অভিনেত্রী।

আরও পড়ুন, সপরিবার দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী কাজল