AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ridhima Ghosh: কেমন আছেন ঋদ্ধিমা, গর্ভের সন্তানকে নিয়ে কী বললেন অভিনেত্রী?

Viral Post: কখনও শেয়ার করেন তাঁর প্রেগনেন্সি ক্রেভিং এর কথা, কখনও আবার তিনি শেয়ার করে নেন এই মুহূর্তে ঠিক কেমন অনুভূতি জাগছে তাঁর ভেতরে।

Ridhima Ghosh: কেমন আছেন ঋদ্ধিমা, গর্ভের সন্তানকে নিয়ে কী বললেন অভিনেত্রী?
| Edited By: | Updated on: Aug 16, 2023 | 8:00 PM
Share

মা হতে চলেছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। অর্থাৎ অভিনেতা গৌরব চক্রবর্তীর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। প্রথমে প্রেম, তারপর বিয়ে, এরপর চুটিয়ে সংসার করা। এভাবেই সকলের নজরের কেন্দ্রে জায়গা করে রেখেছেন টলিউডের এই অন্যতম জুটি। মাঝেমধ্যেই চমকপ্রদক চরিত্রে অভিনয় করে সকলে নজর করে থাকেন তাঁরা। সম্প্রতি মুক্তি পেয়েছে গৌরব চক্রবর্তীর ‘আবার প্রলয়’। সেখানে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। তবে তিনি পরিবার ও অভিনয় জগত এখন সমান তাহলে সামলাচ্ছেন। কারণ বাড়িতে তাঁর অন্তঃসত্তা স্ত্রী। বাংলার নতুন বছর এই মা হওয়ার খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী ঋদ্ধিমা। তারপর একের পর এক মাস চলে গিয়েছে, মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়া হাজির হয়ে থাকেন তিনি বেবিবাম্প নিয়ে।

কখনও শেয়ার করেন তাঁর প্রেগনেন্সি ক্রেভিং এর কথা, কখনও আবার তিনি শেয়ার করে নেন এই মুহূর্তে ঠিক কেমন অনুভূতি জাগছে তাঁর ভেতরে। এটা তেমনি এক আনন্দের খবর সকলের সঙ্গে শেয়ার করে নিলেন ঋদ্ধিমা। সাদা পোশাকে ছবি শেয়ার করে লিখলেন, “যখন আনন্দ ভিতর থেকে ‘কিক’ মারে।” অর্থাৎ গর্ভে থাকা সন্তানের লাথি কিংবা চঞ্চলতাই এখন অভিনেত্রীর কাছে আনন্দের উৎস।

বর্তমানে বাড়িতেই সময় কাটছেন ঋদ্ধিমা। কয়েকদিন আগে নিজেই জানিয়েছিলেন তাঁর অন্তঃসত্ত্বা ক্রেভিং-এর কথা। পাহাড়ে তোলা এক ছবি শেয়ার করলেন। দার্জিলিং-এর স্মৃতিতে ফিরেছিলেন তিনি। লিখলেন তাঁর ক্রেভিং-এর তালিকায় রয়েছে দার্জিলিং, শীত ও সোয়েটার। অভিনয় থেকে বেশ কিছুদিনের বিরতিতে গিয়েছেন ঋদ্ধিমা সেন। এখন সম্পূর্ণ বিশ্রামেই আছেন অভিনেত্রী। ভক্তরা তাই মাঝে মধ্যেই খোঁজ নিয়ে থাকেন ঋদ্ধিমার।