Ritabhari Chakraborty: ইলিশ মাছ, ক্রচেটের টেবিল ম্যাট, বই দিয়ে উত্তর কলকাতার ডাইনিং সাজালেন ঋতাভরী

Ritabhari Chakraborty: বইয়ের তাক, সত্যজিৎ রায়ের ছবির পোস্টার, সবুজ রঙা জানলা, রবীন্দ্রনাথের ছবি দিয়ে সাজানো যেন একটুকরো ভালবাসার ঘর।

Ritabhari Chakraborty: ইলিশ মাছ, ক্রচেটের টেবিল ম্যাট, বই দিয়ে উত্তর কলকাতার ডাইনিং সাজালেন ঋতাভরী
ঋতাভরী চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2021 | 7:47 PM

মিনিয়েচার তৈরি করতে পছন্দ করেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। হরেক রকম মিনিয়েচার আগেও ট্রাই করেছেন। এ বার তাঁর প্রচেষ্টা উত্তর কলকাতার কোনও এক বাড়ির ডাইনিং রুম। সোশ্যাল মিডিয়ায় নিজের সৃষ্টির সেই ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ারও করে নিয়েছেন তিনি।

বইয়ের তাক, সত্যজিৎ রায়ের ছবির পোস্টার, সবুজ রঙা জানলা, রবীন্দ্রনাথের ছবি দিয়ে সাজানো যেন একটুকরো ভালবাসার ঘর। ঋতাভরী লিখেছেন, ইলিশ মাছ, মিষ্টি, বাংলা উপন্যাস, বইয়ে ঠাসা আলমারি, ক্রচেটের টেবিল ম্যাট, যামিনী রায়ের আঁকা ছবি- এমন অনেক জিনিস যা বাঙালির প্রয়োজনীয়, বাঙালি ব্যবহার করতে ভালবাসে তা দেখতে পাবেন।

অস্ত্রোপচারের ধাক্কা সামলে ঋতাভরী ফের কাজে ফিরেছেন। মাস কয়েক আগে দুটি অস্ত্রোপচার হয়েছিল ঋতাভরীর। অস্ত্রোপচারের পর চরম হতাশার মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে, সে কথা মাস খানেক আগে এক পোস্টে নিজেই জানিয়েছিলেন তিনি। পোস্টে লিখেছিলেন, ‘২০১৩ সাল থেকে যাতে ফিগার ঠিক থাকে তাই কড়া ডায়েট-রুটিন অনুসরণ করতাম আমি। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি নিতাম দেখার জন্য, যে আমি ঠিক আছি কিনা। ৩৬-২৬-৩৬- শরীরের এই গঠন নিয়ে আমি পাগল ছিলাম। কিন্ত আট মাসে আগে সব নিয়ম গুলিয়ে গেল যখন এক অস্ত্রোপচার হয় আমার। সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতাম। নড়াচড়া করতে পারতাম না।’ যোগ করেছিলেন, ‘অপারেশন ঠিকঠাক হয় কিন্তু হতাশা ঘিরে ধরে। নিজেকে বলেছিলাম সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। কিন্ত আমার কাজ-পাগল মনের ধৈর্য ছিল না। সবাইকে বলতে চাই, আমি ভাল হচ্ছি। শারীরিক যন্ত্রণা আর নেই। কিন্তু হতাশা আমায় নিঃসঙ্গ করে দিয়েছে। পরে তোমাদের সব বলব…।’

ঋতাভরীর ওই পোস্টে পাশে থাকার বার্তা দিয়েছিলেন মিমি-নুসরতও। তবে সেই অধ্যায় কাটিয়ে আবারও কাজে ফিরেছেন তিনি। তাঁর হঠাৎ ওজন বেড়ে যাওয়া নিয়ে হয়েছে কটাক্ষও। তবে তিনি পজেটিভ। সম্প্রতি আবিরের বিপরীতে এক বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে। দেখা গিয়েছে অমিতাভ বচ্চনের সঙ্গেও এক বিজ্ঞাপনী কাজে। সঙ্গে রয়েছে সমাজসেবা মূলক কাজ। এ সব নিয়েই নিজের শর্তে দিন কাটাচ্ছেন অভিনেত্রী।

আরও পড়ুন, Diwali 2021: ‘উরে যব যব জুলফে তেরি’র ছন্দে মাতল ‘আয় তবে সহচরী’র টিম