চেনাশোনা বহুদিনের। তবু সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি এ হেন বন্ধুত্বের বহিঃপ্রকাশ আগে কোনওদিন করেননি ঋতাভরী চক্রবর্তী। অবশেষে করেছেন। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্য সোশ্যাল মিডিয়ায় ভাসিয়েছেন এক খোলা চিঠি। যে চিঠি পড়ে নেটিজেন বলছেন, ‘বন্ধুত্ব দীর্ঘজীবী হোক।”
পরমব্রতর সঙ্গে এক ঝলমলে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “বৃষ্টি পড়ুক অথবা রোদ উঠুক… দুনিয়ায় অল্প কিছু মানুষ আসে যাই হয়ে যাক না কেন তাঁদের উপর ভরসা করা যায়। আমার জীবনে অন্যতম শক্তির স্তম্ভ তুমি, পরমব্রত চট্টোপাধ্যায়।” মিঠে ক্যাপশন মিষ্টি জবাবে ফিরিয়েও দিয়েছেন পরম। সদ্য শেষ হওয়া শুটের প্রসঙ্গ টেনে এনে তিনি লিখেছেন, “বহুদিন পর তোমার সঙ্গে কাজ করে ভীষণ ভাল লাগল। সুখী হও। ভাল থেকো।”
নেটিজেনরাও খুশি এই বন্ধুত্বে। মজার ছলে কমেন্ট বক্সে ঋতাভরীর প্রতি প্রশ্ন উড়ে এসেছে, “তার মানে আপনি কি পরম-সুন্দরী’?” হালফিলে এআর রহমানের সুরে পরমসুন্দরী গানটি বেশ জনপ্রিয় হয়েছে। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। পরমের মাসে সুন্দরী ঋতাভরী… দুইয়ে দুইয়ে চার করেছেন নেটিজেন।
আট মাস আগে দুটি অস্ত্রোপচার হয়েছিল ঋতাভরীর। অস্ত্রোপচারের পর চরম হতাশার মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে, সে কথা মাস খানেক আগে এক পোস্টে নিজেই জানিয়েছিলেন তিনি। পোস্টে লিখেছিলেন, ” ২০১৩ সাল থেকে যাতে ফিগার ঠিক থাকে তাই কড়া ডায়েট-রুটিন অনুসরণ করতাম আমি। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি নিতাম দেখার জন্য, যে আমি ঠিক আছি কিনা। ৩৬-২৬-৩৬- শরীরের এই গঠন নিয়ে আমি পাগল ছিলাম। কিন্ত আট মাসে আগে সব নিয়ম গুলিয়ে গেল যখন এক অস্ত্রোপচার হয় আমার। সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতাম। নড়াচড়া করতে পারতাম না।”
যোগ করেছিলেন,”অপারেশন ঠিকঠাক হয় কিন্তু হতাশা ঘিরে ধরে। নিজেকে বলরাম সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। কিন্ত আমার কাজ-পাগল মনের ধৈর্য ছিল না। সবাইকে বলতে চাই, আমি ভাল হচ্ছি। শারীরিক যন্ত্রণা আর নেই। কিন্তু হতাশা আমায় নিঃসঙ্গ করে দিয়েছে। পরে তোমাদের সব বলব…।” ঋতাভরীর ওই পোস্টে পাশে থাকার বার্তা দিয়েছিলেন মিমি-নুসরতও।
কী হয়েছিল অভিনেত্রীর ? বছরের শুরুতেই ‘পিরিয়েনাল অ্যাবসেস’ ধরা পড়ে তাঁর। সার্জারিও হয়। তখনকার মতো স্বস্তি মিললেও, ডাক্তার বলেছিলেন এটা পরে ফিশচুলার দিকে টার্ন নিতে পারে। এবং পরবর্তীতে তাই হয়। সমস্যা বাড়ছিল। মার্চ মাসে ফিশচুলা অপারেশন হয় ঋতাভরীর। মেয়েকে নিয়ে এক আবেগঘন পোস্ট করেছিলেন মা শতরূপা। একটি কবিতাও পোস্ট করেছিলেন তিনি। লিখেছিলেন,
ব্যথাগুলো ঝরে যাক হেমন্তের কাশের মতন
স্মৃতি হয়ে যাক এই যন্ত্রণার কথোপকথন।
ভোরের নরম রোদে কিশলয় মেলুক দুচোখ
তোর নিরাময় সুখে জননীরও নবজন্ম হোক!
সন্তানের কষ্টগুলো সব
নিতাম নিজের দেহে, হত যদি কখনও সম্ভব।
তোকে দিয়ে যেতে চাই আমার স্বপ্নের গুঞ্জরণ
সসাগরা ধরিত্রীর সৃষ্টিময় আনন্দ ভূবন।
তোকে দিয়ে যাব ভালোবাসা মাখা সুন্দর জীবন।। —শতরূপা সান্যাল (১০.৩.২০২১)
এরই পাশাপাশি খবর রটে চলতি বছর শেষে এনগেজমেন্ট এবং আগামী বছর বিয়ে করছেন নাকি অভিনেত্রী। পাত্র ঋতাভরীর ডাক্তার-বন্ধু তথাগত চট্টোপাধ্যায়। তথাগত মনের ডাক্তার। বেশ বহু বছর ধরে মানসিক স্বাস্থ্য নিয়ে নিজেও কাজ করছেন ঋতাভরী। নিয়েছেন বেশ কিছু উদ্যোগও। যদিও ঋতাভরী সে সব গুজবকে নস্যাৎ করে একটি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছিলেন, “আমি এখন বিয়ে করছি না। আপনারা জানেন যে আমার সবেমাত্র দুটো সার্জারি হয়েছে এবং তার থেকে আমি ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠছি। আমি আমার স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছি এবং সব প্রোজেক্টে যেগুলোয় আমি সাইন করেছি। পুনশ্চ: এটা নিয়ে আর প্রতিবেদন করবেন না। আমি এ বিষয়ে আর কথা বলতে চাই না।”
টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন অভিনেত্রীর মা পরিচালক শতরূপা সান্যালও। তিনি বলেন, “সকাল থেকে উঠেই আমি এসব খবর পেয়ে, বুঝতেই পারলাম না কী হচ্ছে। আমার বিয়ে আমিই জানতে পারলাম না। নাম-ধাম-দিনক্ষণ সবই তো বলে দিচ্ছে। ওরাই দায়িত্ব নিয়ে বিয়েটা দিয়ে দিক!”
আরও পড়ুন: কে বি সি ১৩-এ এবার অতিথি অমিতাভের অন-স্ক্রিন কন্যা দীপিকা; সঙ্গে তাঁর রণবীর নন, অন্য কেউ
আরও পড়ুন: KBC 13: ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে প্রথম সপ্তাহেই থাকছেন সৌরভ, শেহবাগ?
আরও পড়ুন: ‘কৌন বনেগা ক্রোড়পতি’ থেকে কেন বাদ পড়েছিলেন শাহরুখ?