Parambrata-Rudranil: একদিকে পরমব্রত, অন্যদিকে রুদ্রনীল; করোনায় ‘হাওয়া বদলে’ যাচ্ছে টলি তারকাদের
বহু কাজ করেছেন একসঙ্গে। 'হাওয়া বদল' ছবিতে দুই বিপরীত মেরুর বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ।
বহু কাজ করেছেন একসঙ্গে। ‘হাওয়া বদল’ ছবিতে দুই বিপরীত মেরুর বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্য়ায় ও রুদ্রনীল ঘোষ। পরমব্রত পরিচালিত ছবি। এদিকে বিশ্বের হাওয়াও বদলেছে গত দু’বছরে। করোনা কবলিত হয়ে পড়েছি আমরা। চিকিৎসক ও বিশেষজ্ঞদের আশঙ্কাকে সত্যি প্রমাণ করে দরজা খুলে ঢুকে পড়েছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। ভেরিয়্যান্টের নাম ‘ওমিক্রন’। বুধবার জানা গিয়েছে, করোনা আক্রান্ত হয়েছেন পরমব্রত ও রুদ্রনীলও।
রুদ্রনীল করোনা আক্রান্ত হয়ে বুধবার পোস্ট করে বলেছেন, “আমি করোনা পজ়িটিভ। হোম আইসোলেশনে আছি। সবাই সাবধানে থাকুন সুস্থ থাকুন।” TV9 বাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হলে নিজের হেল্থ আপডেট দিয়েছেন রুদ্রনীল। বলেছেন, “ঠিক আছে। কাশি আর গলা ব্যাথা কম। হালকা জ্বর আছে, আর গায়ে ব্যাথা।”
একইভাবে বুধবার কিছুক্ষণ আগেই পরমব্রত টুইট করে জানিয়েছেন করোনা আক্রান্ত হয়েছেন তিনি। লিখেছেন, “সবাইকে আপডেট করতে থাকব। এখন কেবল এটাই বলতে পারি, যাঁরা যাঁরা আমার সংস্পর্শে এসেছেন এই ক’দিনে দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নিন।” টুইটে তিনি আরও লিখেছেন, “২৭ ডিসেম্বর মুম্বইয়ে ছিলাম। সেখানে হালকা উপসর্গ ছিল। কিন্তু করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কলকাতায় ফিরেছি ৩০ ডিসেম্বর। ২ জানুয়ারির মধ্যে সমস্ত উপসর্গ চলে গিয়েছিল আমার। রুটিন পরীক্ষা করেছিলাম। রিপোর্টে এসেছে আমি করোনা পজ়িটিভ। ৩দিন পর আবার পরীক্ষা করাব।”
Will keep all updated, till then request all who’ve come in contact with me in the past few days, to get themselves tested. #COVID19
— parambrata (@paramspeak) January 5, 2022
Had mild symptoms in Mumbai on the 27th, but had tested negative. Returned to kolkata on the 30th. Became completely symptom-free by 2nd, but got a routine test done anyway day before, results came now and it’s positive. Will test again in three days.
— parambrata (@paramspeak) January 5, 2022
প্রসঙ্গত বলে রাখা ভাল, গতকাল (মঙ্গলবার, ০৫.০১.২০২২) নন্দন চত্বরে শিশির মঞ্চে আয়োজিত হয়েছিল ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী, ইন্দ্রনীল সেনরা। উপস্থিত ছিলেন নন্দন চত্বরের বহু কর্মী, তামাম সংবাদ মধ্যম। সকলের জন্যই উদ্বেগের কারণ। গোষ্ঠী সংক্রমণ হচ্ছে ওমিক্রনে। রাজ চক্রবর্তী করোনা আক্রান্ত হওয়ার কারণে তিনি আসতেই পারেননি এদিনের সাংবাদিক বৈঠকে।
এই ঘটনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একটি বিবৃতিতে লেখা হয়েছে, “রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতি মূল্যায়ন করে ও চলচ্চিত্র উৎসব কমিটির সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ব্যক্তির কোভিড আক্রান্ত হওয়ার ঘটনা নিরীক্ষণ করে রাজ্য সরকার এ বছরের চলচ্চিত্র উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। উৎসবের পরবর্তী তারিখ যথাসময়ে জানান হবে।”
প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল চলচ্চিত্র উৎসব। শেষ হওয়ার কথা ছিল আগামী ১৪ জানুয়ারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন উৎসব হবে তবে সীমিত পরিসরে।
View this post on Instagram
আরও পড়ুন: KIFF 2022: করোনা আক্রান্ত রাজ-পরম, ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসব আপাতত স্থগিত