Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Srabanti Chatterjee: পরিচালকের তুরুপের তাস হয়ে উঠতে রাত জেগে পরিশ্রম শ্রাবন্তীর

Srabanti Chatterjee: এ যেন অনেকটা ‘বাকিটা ব্যক্তিগত’ বনাম ‘বাকিটা ভাইরাল’-এর গল্প। তাঁকে নিয়ে সারা বছর ফ্যান-ফলোয়ারদের মধ্যে আলোচনা বেশি চলে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। টলিউডের এই নায়িকার জীবনে ‘পুরুষ সঙ্গী’র সংখ্যা কত, তাতেই মশগুল হয়ে থাকতে দেখা যায় নেটিজ়েনদের একটা বড় অংশকে। ‘ব্যক্তিগত’ জীবনকে কেন্দ্র করে প্রায়শই আলোচনার বৃত্তে চলে আসা এহেন টলি-নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে আচমকাই।

Srabanti Chatterjee: পরিচালকের তুরুপের তাস হয়ে উঠতে রাত জেগে পরিশ্রম শ্রাবন্তীর
শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও শুভ্রজিৎ মিত্র। ছবি- নিজস্ব ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 5:18 PM

এ যেন অনেকটা ‘বাকিটা ব্যক্তিগত’ বনাম ‘বাকিটা ভাইরাল’-এর গল্প। তাঁকে নিয়ে সারা বছর ফ্যান-ফলোয়ারদের মধ্যে আলোচনা বেশি চলে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। টলিউডের এই নায়িকার জীবনে ‘পুরুষ সঙ্গী’র সংখ্যা কত, তাতেই মশগুল হয়ে থাকতে দেখা যায় নেটিজ়েনদের একটা বড় অংশকে। ‘ব্যক্তিগত’ জীবনকে কেন্দ্র করে প্রায়শই আলোচনার বৃত্তে চলে আসা এহেন টলি-নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে আচমকাই। মধ্যরাত্রে এক অজানা বাড়ি থেকে বের হতে দেখা গিয়েছিল নায়িকাকে। সঙ্গে ছিলেন বিবৃতি চট্টোপাধ্যায় ও অর্জুন চক্রবর্তী। পাপারাৎজ়ির প্রশ্নে চুপ ছিলেন শ্রাবন্তী। ইশারায় বুঝিয়ে দিয়েছিলেন ‘সামথিং ইজ় কুকিং’। কী রান্না হচ্ছিল? জানা গেল অবশেষে। জানা গেল নায়িকার স্বপ্নপূরণের কথা। ‘ব্যক্তিগত’ জীবনের গসিপকে তুড়ি মেরে দূরে সরিয়ে রেখে শ্রাবন্তীর মধ্যরাতের ‘অভিসার’-এর ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ার চর্চার বিষয়। কী এমন ঘটে গেল শ্রাবন্তীর জীবনে?

নায়িকা মুম্বই থেকে ফিরেছেন সদ্য। পুজোর আমেজে কেনাকাটা নয়, মুম্বই ফেরত শ্রাবন্তীর হাতে তলোয়ার। অর্জুন চক্রবর্তীর সঙ্গে জোরকদমে চলছে অসিচালনা। ও দিকে, পরিচালক শুভ্রজিৎ মিত্র সবটা তদারকি করছেন নিপুণ হাতে। শুভ্রজিতের ‘দেবী চৌধুরাণী’ ছবিতে মুখ্য ভূমিকায় শ্রাবন্তী, এ খবর আর নতুন নয় মোটেই। তবে নতুন খবর, নিজেকে পর্দায় ফুটিয়ে তুলতে শ্রাবন্তী সবটুকু দিয়ে তৈরি করছেন নিজেকে। তাঁর কথায়, “আমার জীবনের অন্যতম অধ্যায় এটি। নিজেকে তৈরি করার জন্য সবটকু দিচ্ছি। এত অভিনয় করেছি। কিন্তু কখনও ঘোড়ায় চড়িনি, তলোয়ার চালাইনি। সব কিছু শিখতে হচ্ছে ধরে-ধরে। কঠিন লাগছে ঠিকই। কিন্তু একটা স্বপ্ন দেখতে শুরু করেছি।” এই ছবি শুধু ছবি নয় তাঁর কাছে, অনেক জবাব দেওয়াও বটে। জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক শুভ্রজিতের ছবি ‘অভিযাত্রিক’ দেশের মুখ উজ্জ্বল করেছে গত বছর। তাই দায়িত্ব কাঁধে অনেকটাই। TV9 বাংলাকে পরিচালকে শুভ্রজিৎ এর আগে বলেছিলেন, “পাঁচটি বড় বাজেটের বাংলা ছবিতে যে পরিশ্রম ও অর্থ প্রয়োজন, সেই বাজেটে এই ছবি হতে চলেছে। অ্যাকশনের দিকটাও খুব গুরুত্বপূর্ণ। যোগাযোগ করা হয়েছে ভারতের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টরদের সঙ্গে।” বাংলা ছাড়াও ছ’টি ভারতীয় ভাষায় মুক্তি পাওয়ার কথা ‘দেবী চৌধুরাণী’র। স্থানীয় লোককথা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভের সাহায্য নিয়ে পরিচালক স্বয়ং এই ছবির চিত্রনাট্য তৈরি করেছেন এক বছরেরও বেশি সময় ধরে। তাই নায়ক-নায়িকার ট্রেনিং থেকে শুরু করে, গোটা বিষয়টির তদারকির দায়িত্ব নিয়েছেন নিজে থেকেই। নিজে হাতে তুলে নিয়েছেন তলোয়ার।

‘বাধ্য ছাত্রী’র মতো নিজেকে তিলে-তিলে তৈরি করে চলেছেন শ্রাবন্তীও। পরিচালকের কথা মেনে চলছেন অক্ষরে-অক্ষরে। প্যান ইন্ডিয়া ছবি হতে চলেছে, এ ঘোষণা আগেই হয়েছে। ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে অন্য এক ছবির প্রচারে ব্যস্ত তিনি। পরিচালক জানিয়েছেন, সেই কাজ শেষ করেই তিনিও শুরু করবেন ট্রেনিং। প্যান ইন্ডিয়া ছবি যেহেতু, তাই চাইলেই বলিউডের নায়িকা কাস্ট করতে পারতেন পরিচালক। ‘বাংলা ছবির পাশে দাঁড়ান’, এই প্রচার সত্ত্বেও যেহেতু ছবি সেভাবে বক্স-অফিস সফল হচ্ছে না, সেখানে ভরাডুবির বাজারে আঞ্চলিক নায়িকা কেন শুভ্রজিতের তুরুপের তাস? পরিচালক এই ক্ষেত্রে খানিক ‘দক্ষিণ’পন্থী। নিজেদের ইন্ডাস্ট্রির লোকেদের কাস্ট করেই ‘কান্তারা’ পেরেছে, পেরেছে ‘পুষ্পা’ও, টলিউড কেন পিছিয়ে থাকবে? এই আশায় ভর করেই জোরকদমে চলছে প্রস্তুতি। শ্রাবন্তী দেখতে শুরু করেছেন এক নতুন স্বপ্ন। TV9 বাংলার সঙ্গে শ্রাবন্তী শেয়ার করেছেন তাঁর সেই স্বপ্নের কথা, “কবে ‘দেবী চৌধুরাণী’ রূপে দর্শকের সামনে আসব, সেটাই এখন আমার এক ও একমাত্র স্বপ্ন। রোজ এই স্বপ্নটাই দেখে চলেছি: কবে নিজেকে পর্দায় ঠিক ওভাবে দেখতে পাব।”